পটুয়াখালীর মির্জাগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে পেশাগত দায়িত্ব পালনকালে বিএনপি ও যুবদলের কর্মীদের হামলায় নয়া শতাব্দী ও দ্যা ডেইলি পোস্টের উপজেলা প্রতিনিধি সিয়াম রহমান হিমেলসহ পাঁচজন আহত হয়েছে।
এ ঘটনায় মির্জাগঞ্জ প্রেস ক্লাবের প্রচার সম্পাদক আহত সাংবাদিক সিয়াম রহমান হিমেল ওইদিন রাতে বাদী হয়ে মির্জাগঞ্জ থানায় একটি মামলা করেছেন। পুলিশ ও সেনাবাহিনী অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ বিএনপি ও যুবদলের তিনজনকে আটক করেছে।
আহত সাংবাদিক সিয়াম রহমান হিমেল জানান, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর উপজেলা বিএনপির সদস্য জনি মুন্সী তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে আমাকে মালিকানার অংশীদার হওয়ার প্রস্তাব দিলে আমি রাজি হইনি। এর পর থেকে তার একান্ত সহযোগী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য সেজান জাকির ও তার সহোযোগীরা গত ৬-৭ মাস যাবত আমাকে বিভিন্ন সময়ে হুমকি-ধমকি দিয়ে আসছিল।
হুমকি-ধমকির বিষয়টি আমি উপজেলা বিএনপির সিনিয়র নেতাদের জানানোসহ মির্জাগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেয়ার পর সেজান জাকিরসহ অন্যরা আমার ওপর ক্ষিপ্ত হয়। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার বিকেলে জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তিতে উপজেলা বিএনপির আয়োজনে বর্ণাঢ্য র্যালির সংবাদ সংগ্রহকালে র্যালিটি উপজেলা সদর সুবিদখালী বাজার ব্রিজ অতিক্রমকালে সেজান জাকিরসহ সাত-আটজন আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে আমাকে রক্তাক্ত জখম করে।
এ সময় আমাকে বাঁচাতে কয়েকজন এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালালে আরও চারজন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় তারা পুনরায় হামলা চালানোর লক্ষ্যে দেশীয় অস্ত্র নিয়ে হাসপাতাল চত্বরে মহড়া দেয়।
এ ঘটনায় সাংবাদিক সিয়াম রহমান হিমেল বাদী হয়ে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জাহিদ হাসান ওরফে পরাগ মুন্সীকে প্রধান আসামি ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সৌরভ মুন্সী ও উপজেলা বিএনপির সদস্য জনি মুন্সীসহ সাতজনের নাম উল্লেখসহ সাত-সাতজনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা চেষ্টা মামলা করেন।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, এ ঘটনায় সাংবাদিক সিয়াম রহমান হিমেল বাদী হয়ে একটি মামলা করেছেন। সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ মামলার প্রধান আসামি জাহিদ হাসান ওরফে পরাগ মুন্সীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
টিএইচ