সোমবার, ০৪ আগস্ট, ২০২৫
ঢাকা সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২
The Daily Post

জীবননগরে ডুবে দুই শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

জীবননগরে ডুবে দুই শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মুক্তারপুর গ্রামের দুই শিশু শিক্ষার্থী পানিতে ডুবে মারা গেছে। রোববার (৩ আগস্ট) দুই শিক্ষার্থী প্রতিবেশী চাচাতো ভাই জুবায়ের ও লিমন স্কুল থেকে ফিরে বই-খাতা রেখে ভৈরব নদীতে গোসলে যায়।

সেখানে পাট জাক দেয়া (পাট পচানো) রজাকের উপর দু-জন খেলতে খেলতে একজন পানিতে পড়ে গেলে অপরজন তাকে তোলার চেষ্টা করে। পরে দুজনই পানিতে তলিয়ে যায়।

ভৈরব নদীর পাশ দিয়ে হেঁটে যাওয়া কয়েকজন পথচারী এ বিষয়টি দেখে দুই শিক্ষার্থীর পরিবারে খবর দেয়। আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা ভৈরব নদীতে ছুটে গিয়ে তাদের খুঁজতে থাকে। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে মুক্তারপুর বাজার পাড়ার জুয়েলের পুত্র জুবায়ের (৬) স্থানীয় কুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী এবং একই পাড়ার সজীবের পুত্র লিমন (৭) কুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণিতে পড়তো।

জীবননগর থানা পুলিশ নিহত দুই শিশুর সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে এবং নাবালক শিশুর পিতার আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই দাফন কার্য সম্পন্ন করার অনুমতি প্রদান করে।