বালু খেকোদের বিরুদ্ধে অভিযানে নেমেছেন সাতকানিয়া ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান। রোববার (৩ আগস্ট) তিনি উপজেলার মাদার্শা-এঁওচিয়া মৌজার পশ্চিম পাহাড়ে গৌচছড়ি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান পরিচালনা করেন।
এ সময় তিনি গৌচছড়ি খাল থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের পাশাপাশি বালু উত্তোলনের কাজে ব্যবহূত ইঞ্জিন ও পাইপসহ বিভিন্ন সরঞ্জাম নষ্ট করার নির্দেশ দেন। সাতকানিয়া আনসার বাহিনীর সদস্যরা অভিযানে সার্বিক সহযোগিতা করে।
সাতকানিয়া ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান বলেন, গৌচছড়ি খাল থেকে এক শ্রেণির অসাধু লোক অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা করছিল। অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে তা বন্ধ করা হয়। ওই খাল থেকে বালু উত্তোলনের জন্য কাউকে অনুমতি দেয়া হয়নি।
টিএইচ