মঙ্গলবার, ২০ মে, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২
The Daily Post

জয়পুরহাটে জাতীয় বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে জাতীয় বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ

জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবে বিশ্বময় এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে ৪৬তম জাতীয় বিজ্ঞান, প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

গত রোববার জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ বিতরণী অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ও পুরস্কার বিতরণ করেন জয়পুরহাট জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আকতার চৌধুরী।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার আয়েশা সিদ্দিকা তাওহীদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার, অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন প্রমুখ। পরে জেলা প্রশাসক বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং গবেষণামূলক প্রজেক্ট গুলো দেখেন। মেলয়া ৫টি উপজেলা থেকে ৩৫টি স্টল অংশগ্রহণ করে।

টিএইচ