সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
ঢাকা সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২
The Daily Post

ধর্মীয় অনুভূতিতে আঘাত : কনটেন্ট ক্রিয়েটর স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মামলা

হবিগঞ্জ প্রতিনিধি

ধর্মীয় অনুভূতিতে আঘাত : কনটেন্ট ক্রিয়েটর স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মামলা

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আলোচিত-সমালোচিত টিকটকার  মুক্তা আক্তার ও স্বামী ইব্রাহিমের বিরুদ্ধে হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের আদালতে মঙ্গলবার (১৫ এপ্রিল) অ্যাড. সেলিম আহমেদ বাদী হয়ে, মুসলমানদের পবিত্র আল কোরানের সুরা ফাতেহা ব্যঙ্গ করে, টিকটিকের অভিযোগ এনে টিকটকার মুক্তা- ইব্রাহিমের বিরুদ্ধে ধর্ম অবমাননা মামলা করেন।

বিজ্ঞ বিচারক কামরুল হাসান টিকটকার মুক্তা ও ইব্রাহিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। উল্লেখ্য, গত মাসে মুক্ত-ইব্রাহিম ব্যঙ্গ করে ফেসবুকসহ বিভিন্ন সোশাল মিডিয়া প্রচার করে।

এ বিষয়টি হবিগঞ্জবাসীসহ সবার নজরে আসে। পরে স্থানীয় পত্র-পত্রিকায় প্রচারিত হয়। টিকটিকের বিষয়টি নিয়ে হবিগঞ্জ জেলার ধর্মপ্রাণ মুসলমানরা বিভিন্নভাবে প্রতিবাদ করলেও তাদের বিরুদ্ধে আইনানুগ কোন ব্যবস্থা নেয়নি প্রশাসন।

মুক্তা গত বছর চুনারুঘাট উপজেলা মহিলা  ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচন করেছিলো। তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন হবিগঞ্জের সচেতন মহল।

টিএইচ