রবিবার, ২৭ জুলাই, ২০২৫
ঢাকা রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২
The Daily Post

‘ধানের শীষ যাকে দিবে, তার হয়েই কাজ করতে হবে’

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি

‘ধানের শীষ যাকে দিবে, তার হয়েই কাজ করতে হবে’

ভোলা জেলার তজুমদ্দিন উপজেলায় বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার রাজনীতিতে দীর্ঘ ১৭ পর রোববার (২৭ জুলাই) উপজেলা অডিটোরিয়াম এমন বড় আকারের জমায়েতে ফিরে এলো বিএনপির তৃণমূল শক্তি।

সম্মেলনের প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও এমপি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম। তিনি তার বক্তব্যে বলেন, ধানের শীষ প্রতীক যাকেই দেয়া হোক, সবাইকে তার হয়ে নিঃস্বার্থভাবে কাজ করতে হবে। তৃণমূলের দায়িত্ব হচ্ছে দলকে সুসংগঠিত ও শক্তিশালী করা।

সম্মেলনে উপস্থিত ছিলেন, প্রধান বক্তা আ ক ম কুদ্দুসুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ), বিএনপি। উদ্বোধক : নাছের মুহাম্মদ রহমাতুল্লাহ, সদস্য ও সমন্বয়ক, ভোলা জেলা নির্বাহী কমিটি এবং সম্মেলন প্রস্তুতি কমিটি।

বিশেষ অতিথি ছিলেন, আলহাজ গোলাম নবী আলমগীর, সদস্য, নির্বাহী কমিটি ও আহ্বায়ক, বিএনপি ভোলা জেলা শাখা। মোহাম্মদ রাইসল আলম, সদস্যসচিব, বিএনপি ভোলা জেলা শাখা।আলহাজ শফিউর রহমান কিরণ, সিনিয়র আহ্বায়ক, বিএনপি ভোলা জেলা শাখা।

সম্মেলনে সভাপতিত্ব করেন আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টু এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব ওমর আসাদ রিন্টু। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজারো নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সম্মেলনটি প্রাণবন্ত রূপ নেয়।

টিএইচ