নাটোরে পায়রা উড়িয়ে ও ফিতা কেটে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। বুধবার (১৬ জুলাই) নাটোর জেলা স্টেডিয়ামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন। দীঘা ডায়মন্ড ফুটবল একাডেমি বনাম ময়না ভাই স্পোটিং ক্লাবের মধ্যে খেলা দিয়ে টুর্ণামেন্টে খেলা শুরু হয়।
এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আমজাদ হোসেন, জেলা সিভিল সার্জন মোহাম্মদ মুক্তাদির আরেফিন, নাটোর গণপূর্ত বিভাগের নির্বাহি প্রকৌশলী অমিত কুমার দেব, নাটোর সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান সরকার, বৈষম্যবিরোধী ছাত্র অন্দোলনের নেতারা ও জেলা ক্রীড়া সংস্থার সদস্যরা।
খেলায় জেলার ৬টি উপজেলার প্রত্যেকটি থেকে ২টি করে দল এবং সদর উপজেলা থেকে ৪টি দলসহ মোট ১৬টি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। আগামী ৫ আগস্ট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
টিএইচ