বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২
The Daily Post

লোহাগড়ায় জমি নিয়ে বিরোধে পিতা-পুত্র খুন

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

লোহাগড়ায় জমি নিয়ে বিরোধে পিতা-পুত্র খুন

নড়াইলের লোহাগড়া উপজেলার কাশীপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে কৃষক মো. জাহাঙ্গীর শেখ ও তার ছেলে নাহিদ হোসেন খুন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বুধবার (১৬ জুলাই) বাহিরপাড়া গ্রামের বিলে এ হত্যার ঘটনা ঘটে। নিহত মো. জাহাঙ্গীর শেখ উপজেলার বাহিরপাড়া গ্রামের মৃত মজিদ শেখের ছেলে। লোহাগড়া থানার ওসি মো. শরিফুল ইসলাম কৃষক হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও  গ্রামবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কাশীপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামের মো. জাহাঙ্গীর শেখের সঙ্গে জমি নিয়ে একই গ্রামের মো. মান্দার শেখের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বুধবার (১৬ জুলাই) মো. জাহাঙ্গীর শেখ কয়েকজন কৃষি শ্রমিক নিয়ে ওই বিরোধপূর্ণ জমির পাট কাটতে যায়।

পাট কাটার খবর পেয়ে প্রতিপক্ষ মো. মান্দার শেখের নেতৃত্বে কবির শেখসহ ৮/১০ জনের একদল দুর্বৃত্ত বিরোধপূর্ণ জমিতে উপস্থিত হয়ে জাহাঙ্গীরকে ও তার ছেলে নাহিদকে
পাট কাটতে নিষেধ করে। এনিয়ে উভয় পক্ষের লোকজনদের তর্ক বিতর্ক হয়।

তর্ক-বিতর্কের এক পর্যায়ে প্রতিপক্ষ মান্দার শেখের লোকজনের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মো. জাহাঙ্গীর শেখ ও তার ছেলে নাহিদকে হত্যা করে। এ সময় ও কৃষি শ্রমিক নয়ন হামলার শিকার হয়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদেরকে নড়াইল সদর হাসপাতাল ও লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে লোহাগড়া থানার সেকেন্ড অফিসার তারক চন্দ্র  বলেন, খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে মো. কবির শেখকে (৪৬) আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণের প্রস্তুতি চলছে। ঢাকা নেয়ার সময় মাওয়া নামক স্থানে নাহিদের মৃত্যু হয়।

টিএইচ