বুধবার, ১৫ মে, ২০২৪
ঢাকা বুধবার, ১৫ মে, ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
The Daily Post

নাটোরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‌্যালি

নাটোর প্রতিনিধি

নাটোরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‌্যালি

নাটোরে ডেঙ্গুসহ মশাবাহিত অন্য রোগ প্রতিরোধে সচেতনতা র্যালি করেছে নাটোর পৌরসভা। বৃহস্পতিবার (১৭ আগস্ট) কালেক্টরেট ভবন চত্বর থেকে শুরু হওয়া র্যালির নেতৃত্ব দেন নাটোর-২ আসনের (নাটোর সদর ও নলডাঙ্গা) এমপি মো. শফিকুল ইসলাম শিমুল।

এ সময় এমপি শিমুল বলেন, সচেতনতা সৃষ্টির মাধ্যমে আমরা নাটোরবাসীকে ডেঙ্গু প্রতিরোধে সজাগ রাখতে চাই।

 জেলা প্রশাসক আবু নাছের ভুঁঞা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে স্থানীয় সরকার বিভাগের সাথে সমন্বিতভাবে কাজ করছে জেলা ও উপজেলা প্রশাসন। স্বাস্থ্য বিভাগকেও সহায়তা প্রদান করা হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বলেন, উপজেলার সাতটি ইউপি জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় সভা করে ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। এখন এই কার্যক্রম মনিটর করছে উপজেলা প্রশাসন।

নাটোর পৌরমেয়র উমা চৌধুরী জলি জানান, লিফলেট বিতরণ এবং মশকনিধন কার্যক্রম পরিচালনার মাধ্যমে নাটোর পৌরসভা ডেঙ্গু প্রতিরোধে কাজ করছে।

টিএইচ