বুধবার, ১৫ মে, ২০২৪
ঢাকা বুধবার, ১৫ মে, ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
The Daily Post

নীলফামারীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম

বর্ষা মৌসুমে ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ অন্য রোগের প্রাদুর্ভাব রোধে নীলফামারী জেলা পুলিশের পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম ‘ক্লিনিং স্যাটারডে’ অনুষ্ঠিত হয়। গত শনিবার পুলিশ লাইন্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশকনিধন কার্যক্রম অনুষ্ঠিত হয়। 

জেলা পুলিশ সুপার মো. গোলাম সবুর পিপিএমের দিকনির্দেশনা অনুযায়ী পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত কয়েকটি দল পুলিশ লাইন্স ব্যারাক, নর্দমা, পুকুরপাড়, কোয়ার্টার এরিয়া, লিচুবাগানসহ বিভিন্ন এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করেন। 

এসময় অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল ইসলাম (প্রশাসন ও অর্থ) বলেন, ‘বর্তমান সময়ে ডেঙ্গুর প্রভাব বিস্তার পাওয়ায় পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা মোতাবেক জেলা পুলিশের সব ইউনিটের পুলিশ সদস্যরা তাদের কর্মক্ষেত্র পরিষ্কার-পরিচ্ছন্ন করছে। বর্ষা মৌসুমে ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ অন্য রোগের প্রাদুর্ভাব রোধে পরিষ্কার পরিচ্ছন্নতার বিকল্প নেই। 

বর্ষা মৌসুমে ডেঙ্গু প্রতিরোধে জেলা পুলিশের এই ধারা অব্যাহত থাকবে এবং সেই সাথে সবাইকে তাদের নিজ নিজ বাসা বাড়ির আশপাশের এলাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। সবার সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব।’

এ ছাড়াও জেলা পুলিশের সব থানার অফিসার ইনচার্জদের নেতৃত্বে নিজ নিজ থানায় বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের সমন্বয়ে থানা ক্যাম্পাস, ব্যারাকসহ বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচি পালন করা হয়।

টিএইচ