বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২
The Daily Post

পাবনায় যুবদলের কমিটিতে পদবঞ্চিতদের বিক্ষোভ

পাবনা প্রতিনিধি

পাবনায় যুবদলের কমিটিতে পদবঞ্চিতদের বিক্ষোভ

পাবনা জেলা যুবদলের বিগত ৩ বছরের ২ সদস্যবিশিষ্ট ব্যর্থ আহ্বায়ক কমিটি দাবি করে এবং পুনরায় আহ্বায়ক (পূর্ণাঙ্গ) কমিটিতে ত্যাগী আন্দোলন সংগ্রামের পরীক্ষিত কর্মী ও জেল জুলুম নির্যাতিত কর্মীদের বাদ দিয়ে একতরফা কমিটি করার প্রতিবাদে বুধবার (২ জুলাই) বিক্ষোভ মিছিল করেন পদবঞ্চিত যুবদল নেতারা।

এ সময় মিছিলটি মহিষের ডিপু থেকে শুরু করে পাবনা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ চত্বরে সমাবেশ করেন।

সমাবেশ স্থলে সব যুবদল নেতাকর্মীরা তাদের বক্তব্যে  বলেন, এই মেয়াদ উত্তীর্ণ ও অবৈধ কমিটি বাতিল করে ত্যাগীদের ও যোগ্যদের দিয়ে নতুন কমিটি দেয়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও যুবদল কেন্দ্রীয় সংসদের কাছে।

সমাবেশে উপস্থিত ছিলেন, তসলিম হাসান খান সুইট সাবেক সাধারণ সম্পাদক জেলা ছাত্রদল পাবনা, রাশেদ রানা সাবেক সাধারণ সম্পাদক সদর উপজেলা ছাত্রদল, দেলোয়ার হোসেন সুজন সাবেক সিনিয়র সহ-সভাপতি জেলা ছাত্রদল পাবনা, হাজী রবিউল ইসলাম সাবেক সহ-সভাপতি জেলা যুবদল বাহার হোসেন সাবেক সহ প্রচার সম্পাদক  জেলা যুবদলসহ যুবদলের নেতাকর্মীরা।

টিএইচ