বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২
The Daily Post

বুড়িচংয়ে টিসিবির ১৪৪২ লিটার তেল জব্দ, দোকানিকে জরিমানা

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

বুড়িচংয়ে  টিসিবির ১৪৪২ লিটার তেল জব্দ, দোকানিকে জরিমানা

কুমিল্লার বুড়িচংয়ে মুদি দোকানে অভিযান চালিয়ে ট্রেন্ডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ১৪৪২ লিটার তেল জব্দ করা হয়েছে।

গত মঙ্গলবার রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের আবিদপুর বাজারের কাউসারের মুদি দোকান থেকে বিপুল পরিমাণ এই তেল জব্দ করা হয়। বুধবার (২ জুলাই) এ তথ্য নিশ্চিত করেন বুড়িচং ইউএনও তানভীর হোসেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে টিসিবির পণ্য মজুদ ও বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় উপজেলার আবিদপুর বাজারে অভিযান চালানো হয়। অভিযানে কাউসারের মুদি দোকানে তল্লাশি চালিয়ে ৭৯ কার্টন ভর্তি ১৪৪২ লিটার টিসিবির সয়াবিন তেল জব্দ করা হয়। যার মূল্য এক লাখ ৪২ হাজার ২০০ টাকা।

এ বিষয়ে ব্যবসায়ী কাউসার জানান, কুমিল্লা আদর্শ সদর উপজেলার একটি বাজার থেকে ক্রয় করে বিক্রির জন্য তিনি মজুদ করছিলেন।

অভিযানে টিসিবর পণ্য মজুদ ও বিক্রির জন্য সংরক্ষণ করার অপরাধে অভিযুক্তকে ২ হাজার টাকা জরিমানা ও তেলগুলো জব্দ করা হয়।

ইউএনও আরও জানান, টিসিবির এই তেলগুলি কিভাবে ব্যবসায়ীর কাছে এলো, কোন ডিলারের বরাদ্দকৃত তেল এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। এছাড়া জব্দকৃত তেলগুলো নিয়ম অনুসারে বিতরণ করা হবে।

টিএইচ