মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২
The Daily Post

ফতুল্লায় হত্যা মামলার আসামি পিচ্চি মানিক খুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ফতুল্লায় হত্যা মামলার আসামি পিচ্চি মানিক খুন

নারায়ণগঞ্জের ফতুল্লার চানমারি এলাকায় মানিক ওরফে পিচ্চি মানিক (৩০)কে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ চিহ্নিত সন্ত্রাসীরা।

সোমবার রাতে নতুন কোর্ট চানমারি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মানিক ইসদাইর এলাকার রুবেল হত্যা মামলার আসামি। মানিক গাপতলী টাগারপার এলাকার আব্দুস সামাদের ছেলে।

হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা থানার ওসি নুরে আজম মিয়া। তিনি জানান বিচারের কথা বলে ডেকে এনে প্রতিপক্ষরা কুপিয়ে হত্যা করেছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এদের মধ্যে অনেকেই সনাক্ত করা হয়েছে।

টিএইচ