শনিবার, ০৫ জুলাই, ২০২৫
ঢাকা শনিবার, ০৫ জুলাই, ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২
The Daily Post

বুড়িচংয়ে অগ্নিকাণ্ডে চারটি ঘর পুড়ে গেছে

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

বুড়িচংয়ে অগ্নিকাণ্ডে চারটি ঘর পুড়ে গেছে

কুমিল্লার বুড়িচংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি ঘর আগুনে পুড়ে গেছে। এতে ঘরে থাকা মালামাল, নগদ টাকা পুড়ে গেছে। মঙ্গলবার (২০ মে) বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর গ্রামের আহলে হাদিস মসজিদ সংলগ্ন প্রবাসী স্বপন মিয়ার বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

স্থানীয় ইউপি সদস্য শেফাউল করিম জানান, মালদ্বীপ প্রবাসী স্বপন মিয়ার ঘর থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশেপাশের ঘর গুলিতে ছড়িয়ে পড়ে।

তাৎক্ষণিক স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নিভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে বুড়িচং সদর থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, এর মধ্যেই একে একে চারটি ঘর পুড়ে যায়।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যান বুড়িচং ইউএনও তানভীর হোসেন। তিনি ঘটনাস্থল পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ, কম্বল ও খাদ্য সহায়তা প্রদান করেন। এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহায়তার আশ্বাস প্রদান করেন।

টিএইচ