বুধবার, ১৬ জুলাই, ২০২৫
ঢাকা বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
The Daily Post

বড়াইগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

বড়াইগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মালেকা বেগম (৪৫) নামে এক নারী চা দোকানির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) উপজেলার আগ্রান বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত মালেকা বেগম উপজেলার আগ্রাণ গ্রামের দিদার আলীর স্ত্রী। তিনি আগ্রান বাজারে স্বামীর সঙ্গে একটি চায়ের দোকান চালানোর পাশাপাশি মাছের ট্রাকে পানি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মালেকা বেগম সকালে মাছ বোঝাই গাড়িতে পানি দেয়ার জন্য মোটরের সুইচ দেয়ার জন্য যাচ্ছিলেন। যাওয়ার সময় পাশের দেয়ালের একটি ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগ থেকে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বড়াইগ্রাম থানার ওসি শফিউল আজম খান বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

টিএইচ