শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
ঢাকা শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২
The Daily Post

মাগুরায় প্রতীকী ম্যারাথন সম্পন্ন

মাগুরা প্রতিনিধি

মাগুরায় প্রতীকী ম্যারাথন সম্পন্ন

স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও শহীদদের স্মরণে মাগুরায় অনুষ্ঠিত হয়েছে প্রতীকী ম্যারাথন। শুক্রবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৭টায় মাগুরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে নোমানী ময়দান পর্যন্ত প্রায় তিন কিলোমিটার পথজুড়ে চলে এই ব্যতিক্রমী দৌড়।

‘সুস্থ শরীর, সুস্থ মন’ এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত ম্যারাথনটি ছিল ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫’-এর অংশ। আয়োজনটি যৌথভাবে বাস্তবায়ন করে মাগুরা জেলা প্রশাসনের কার্যালয়, ক্রীড়া সংস্থা ও স্বেচ্ছাসেবী সংগঠনসমূহ।

ম্যারাথনে অংশ নেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক শিক্ষার্থী, ক্রীড়াবিদ, স্বাস্থ্যকর্মী, সামাজিক সংগঠনের সদস্য এবং সাধারণ জনগণ। আয়োজকদের ভাষ্যমতে, অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ২০০-এর বেশি।

ম্যারাথনের উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম বলেন, ‘বর্তমান প্রজন্ম প্রযুক্তিনির্ভর হয়ে পড়ায় শারীরিক পরিশ্রম কমে গেছে, যা স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে। এমন আয়োজন শুধু শরীর চর্চার প্রতি উৎসাহিত করে না, বরং সমাজজুড়ে স্বাস্থ্য সচেতনতার বার্তা ছড়িয়ে দেয়।’

এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিনা মাহমুদা, মাগুরা পৌরসভার প্রশাসক আব্দুল কাদের, জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সাংবাদিকরা। কলেজছাত্র সাকিবুল ইসলাম ম্যারাথনে অংশ নিয়ে বলেন, ‘এমন উদ্যোগ খুবই ইতিবাচক। নিয়মিত হলে তরুণরা মোবাইল আসক্তি ও মাদকের মতো ক্ষতিকর জিনিস থেকে দূরে থাকতে পারবে।’

ম্যারাথন শেষে নোমানী ময়দানে শহীদ পরিবারের সদস্যদের হাতে গাছের চারা তুলে দেন জেলা প্রশাসক। এই প্রতীকী উপহারের মাধ্যমে পরিবেশ রক্ষা ও স্মৃতির সম্মান দুইয়ের বার্তা একসঙ্গে বহন করা হয়। আয়োজকরা জানান, আগামী বছর থেকে আরও বড় পরিসরে এ আয়োজন নিয়মিত করার পরিকল্পনা রয়েছে।

টিএইচ