সোমবার, ১৪ জুলাই, ২০২৫
ঢাকা সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
The Daily Post

মাগুরায় বাস-ভ্যান সংঘর্ষে নিহত ৩

মাগুরা প্রতিনিধি

মাগুরায় বাস-ভ্যান সংঘর্ষে নিহত ৩

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের আলমখালী রামনগর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১৫ জন।

রোববার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় এখনও জানা যায়নি। অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে একটি শিশু।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মাগুরা সদর উপজেলার আলমখালী বাজার থেকে একটি ব্যাটারিচালিত ভ্যান যাত্রী নিয়ে হাটগোপালপুরের দিকে যাচ্ছিল। রামনগর ব্রিজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ‘গোল্ডেন লাইন’ পরিবহনের একটি দ্রুতগামী বাস (ঢাকা মেট্রো-ব-১৩-২৬৩৮) নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে চাপা দেয়। এতে ভ্যানচালক ঘটনাস্থলেই নিহত হন এবং বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।

নিহত ভ্যানচালকের নাম মো. সাগর হোসেন (২৫), পিতা আওয়াল হোসেন, গ্রাম গৌরিচরণপুর (দক্ষিণপাড়া), মাগুরা সদর। ঘটনাস্থলে আরও দুইজন নিহত হন, যাদের মধ্যে একজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

খবর পেয়ে মাগুরা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আহতদের মধ্যে রয়েছেন— রেশমা (৩৫), তানিয়া (২৩), মো. সোহাগ (৪০), মো. সামসুল (৪৫), সামিয়া (২১)।

হাইওয়ে পুলিশের প্রাথমিক ধারণা, মহাসড়কের খানাখন্দ এড়িয়ে যেতে গিয়ে ভ্যানটি সড়কের মাঝ বরাবর উঠে গেলে দ্রুতগতির বাসটি তাকে চাপা দেয়। স্থানীয়দের অভিযোগ, বাসটি অতিরিক্ত গতিতে চলছিল এবং চালকের গাফিলতিই দুর্ঘটনার মূল কারণ।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গোল্ডেন লাইন পরিবহনের বাসটি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের এক কর্মকর্তা।

টিএইচ