শনিবার, ২৬ জুলাই, ২০২৫
ঢাকা শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২
The Daily Post

মির্জাগঞ্জে হাসপাতাল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

মির্জাগঞ্জে হাসপাতাল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে তানিয়া বেগম নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে মির্জাগঞ্জ থানা পুলিশ।

নিহত তানিয়া উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের মনোহরখালী গ্রামের মাহবুব ফকিরের স্ত্রী ও খুলনা জেলার সদর উপজেলার হাজী মহসীন রোডের আবু খান লেনের বাসিন্দা আতিক মল্লিকের মেয়ে ছিলেন। তানিয়া ও মাহবুব দম্পতির একটি পুত্র (১৮) ও একটি কন্যা (১১) সন্তান রয়েছে।

স্থানীয় গ্রামবাসী ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যার কিছুক্ষণ আগে তানিয়া বেগমকে মুমূর্ষু অবস্থায় তার স্বামী মাহবুব ফকিরসহ দুই-তিনজন ব্যক্তি মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রোগীর সমস্যা জানতে চাইলে তানিয়া বেগম স্ট্রোক করেছে বলে স্বামী মাহবুব জানান।

কর্তব্যরত চিকিৎসক ডা. মেহেদী হাসান তাৎক্ষণিক পরীক্ষা নিরীক্ষা করে জানান‘রোগী জীবিত নেই এবং রোগীর গলার নিচে বাম পার্শ্বে কালো একটি দাগ দেখে সন্দেহজনক মনে হলে মির্জাগঞ্জ থানায় সংবাদ দেন। রোগী জীবিত নেই এমন সংবাদ শুনে স্বামী মাহবুব ফকিরের সঙ্গে হাসপাতালে আসা অন্য ২-৩ জন ব্যক্তি তানিয়া বেগমের মরদেহ হাসপাতালে রেখে পালিয়ে যান।

সংবাদ পেয়ে মির্জাগঞ্জ থানা পুলিশ হাসপাতালে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন করার পর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে  মর্গে প্রেরণ করেন। খবর পেয়ে নিহত তানিয়া বেগমের মা-বাবাসহ স্বজনরা ঐদিন রাতেই রাতেই মির্জাগঞ্জ থানায় উপস্থিত হন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন ও অপরাধীকে  শনাক্তের দাবি জানান নিহতের ভাই সাগর মল্লিক।

মির্জাগঞ্জ থানার ওসি মো. নজরুল ইসলাম  জানান, নিহতের মা-বাবাসহ স্বজন ও তার স্বামী বর্তমানে থানায় আছে। তাদের নিকট থেকে তথ্য নিয়ে যাচাই-বাছাই করছি। এখন পর্যন্ত কোন মামলা হয়নি।

টিএইচ