মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২
The Daily Post

মির্জাপুরে জাল টাকাসহ নারী গ্রেপ্তার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুরে জাল টাকাসহ নারী গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে ২৮টি একশ টাকার জাল নোটসহ শিখা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার সন্ধ্যায় উপজেলার মহেড়া ইউনিয়নের ছাওয়ালী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার উপজেলার বিল মহেড়া গ্রামের দুলাল মিয়ার স্ত্রী শিখা বেগম।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার মহেড়া ইউনিয়নের নগর ছাওয়ালী গ্রামের সেতু বণিক ছাওয়ালী বাজারে পরিমল স্টোর নামে একটি মুদি দোকান পরিচালনা করে থাকেন। গত বুধবার শিখা বেগম পরিমলের দোকান থেকে এক প্যাকেট মশার কয়েল ক্রয় করে একশ টাকার একটি নোট দেন।

নোটটি সেতু বণিকের জাল সন্দেহ হলে বিষয়টি তিনি তার বাবা পরিমল বণিককে জানান। পরে তারা শিখা বেগমকে নিয়ে ছাওয়ালী বাজারস্থ মহেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিভাস সরকার নুপুরের ছোট ভাই শিবুনাথ ভূষণ সরকারের মুরগীর খাবারের দোকানে যান। পরে খবর পেয়ে সেখানে চেয়ারম্যান বিভাস সরকার নুপুর আসেন।

জাল টাকার বিষয়ে শিখা বেগমের কাছে জানতে চাওয়ায় হয়। তিনি সন্তোষজনক কোন জবাব না দেয়ায় তার হাতে থাকা ভ্যানিটি ব্যাগ তল্লাশি করা হয়।

এ সময় ব্যাগে আরও ২৭টি ১০০ টাকার জাল নোট পাওয়া যায়। পরে চেয়ারম্যান বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশ গিয়ে ২৮টি একশ টাকার জাল নোটসহ শিখা বেগমকে গ্রেপ্তার করে। পরে বৃহস্পতিবার (১৯ জুন) সেতু বণিক বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা করেন।

মির্জাপুর থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, মামলা দিয়ে বৃহস্পতিবার (১৯ জুন) টাঙ্গাইল আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

টিএইচ