বুধবার, ১৬ জুলাই, ২০২৫
ঢাকা বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
The Daily Post

মেলান্দহে বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

মেলান্দহে বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু

জামালপুরের মেলান্দহ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। শনিবার (১২ জুলাই) উপজেলার মাহমুদপুর ইউনিয়নের আদবারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লাইনম্যানের নাম কাওসার অলী। তার বাড়ি নেত্রকোণা জেলার শ্যামগঞ্জ এলাকায়।

তিনি মেলান্দহ পল্লী বিদ্যুৎ অফিসে লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডিউটিরত অবস্থার কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন কাওসার অলী। পরে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

মেলান্দহ পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা মমিনুল বিশ্বাস বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মেলান্দহ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট বলেন, একজন ফাইনম্যানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

টিএইচ