বুধবার, ১৬ জুলাই, ২০২৫
ঢাকা বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
The Daily Post

শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি

শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

মাদারীপুরের শিবচরে নানাবাড়িতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাজীব শিকদার (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ জুন) শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ‘আবেদ আলী মুন্সীর কান্দি’ এলাকায় এ ঘটে। নিহত রাজীব একই এলাকার দেলোয়ার শিকদারের ছেলে।

স্থানীয়রা জানায়, প্রতিবেশী ও নানা মান্নান শিকদারের বাড়িতে একটি পুরাতন ঘর ভাঙার কাজ করছিলেন রাজীব। ঘরের মেইন সুইচ বন্ধ না করেই কাজ করায় অসাবধানবশত বিদ্যুতের একটি তার হাতে লাগে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটে পড়ে সে। পরে গুরুতর অবস্থায় বাড়ির লোকজন রাজীবকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা হাসমত মুন্সী বলেন, পুরাতন ঘর ভাঙার সময় এ দুর্ঘটনা ঘটে। ওদের নিজবাড়ি ও নানাবাড়ি পাশাপাশি। মূলত নানার বাড়িতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা যায় রাজীব।

নিহতের নানা মান্নান শিকদার বলেন, আমার বাড়ির একটি পুরাতন ঘর ভাঙার কাজ করছিল রাজীব। এমন ঘটনা ঘটবে আমরা বুঝতে পারি নাই। এই শোক মেনে নিতে পারছি না।
মাদারীপুরের শিবচর থানার ওসি মো. রতন শেখ বলেন, বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে বিষয়টি লোকমুখে শুনেছি। থানায় কেউ কোনো অভিযোগ বা লিখিত দেয়নি।

টিএইচ