গাইবান্ধা জেলার সাঘাটায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের কামালেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কামালেরপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে মিলন মিয়া, একই গ্রামের মৃত্যু সাহেব মিয়ার ছেলে আফজাল হোসেন, একরামুল হকের ছেলে মোশারফ হোসেন।
নিহতদের পারিবারিক সূত্র জানা যায়, মিলম মিয়া তার ঘরের উপরে ময়লা পরিষ্কার করার জন্য উঠার সময় শর্ট সার্কিট হয়ে মিলন মিয়ার টিনশেড ঘরের বেড়ায় বিদ্যুতায়িত হয়েছিল। তাকে বাঁচাতে গিয়ে আফজাল হোসেন বিদ্যুতস্পৃৃষ্ট হয়ে মিলনের শরীরের ওপরে পরে যায়। উভয়কে বাঁচাতে গিয়ে মোশারফ হোসেনও বিদ্যুতস্পৃৃষ্ট হয়।
পরে স্থানীয় লোকজন তিনজনকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা থানার ওসি বাদশাহ আলম।
তিনি মুঠোফোনে বলেন, কিভাবে ঘটনা ঘটলো তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষ হওয়ার পর ঘটনা সম্পর্কে বিস্তারিত জানানো যাবে।
টিএইচ