শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
ঢাকা শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২
The Daily Post

সাদুল্লাপুরে উন্মুক্ত লটারির মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

সাদুল্লাপুরে উন্মুক্ত লটারির মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ১১টি ইউনিয়নের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) উপজেলা হলরুমে এ লটারির আয়োজন করা হয়।

লটারিতে সভাপতিত্ব করেন, ইউএনও কাজী মোহাম্মদ অনিক ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জসীম উদ্দীন, থানার ওসি তাজ উদ্দিন খন্দকার, সেনাবাহিনীর প্রতিনিধি, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, বীর মুক্তিযোদ্ধা, ইউনিয়ন চেয়ারম্যান, রাজনৈতিক নেতারা ও গণমাধ্যম কর্মীরা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ১১টি ইউনিয়নের জন্য মোট ১৬৩টি আবেদন জমা পড়ে। প্রাথমিক যাচাই-বাছাই শেষে ৯৭টি আবেদন বাতিল এবং ৬৬টি আবেদন চূড়ান্ত বাছাইয়ে উত্তীর্ণ হয়। এর মধ্যে জামালপুর ইউনিয়নের আবেদনে তদন্ত সংক্রান্ত অভিযোগ ওঠায় সেখানে লটারি স্থগিত করা হয়।

অবশিষ্ট ১০টি ইউনিয়নের ২৫ জন আবেদনকারীকে উন্মুক্ত লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ডিলার হিসেবে নির্বাচিত করা হয়েছে। এছাড়া নলডাঙ্গা ইউনিয়নের একটি ডিলার পয়েন্টে কোনো আবেদন প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ না হওয়ায় সেটিও আপাতত স্থগিত রাখা হয়েছে।

ইউএনও  কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, আমরা শতভাগ স্বচ্ছতার মাধ্যমে উন্মুক্ত পদ্ধতিতে দশটি ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ সম্পন্ন করেছি। তারপরেও কোন কারণে যদি কারো সন্দেহ হয়। তাহলে আমাদের নিকট লিখিতভাবে আবেদন করলে খতিয়ে দেখা হবে।

টিএইচ