বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২
The Daily Post

‘স্বয়ংক্রিয় ভূমি সেবা চালু হলে দুর্নীতি ও হয়রানি কমে আসবে’

ফেনী প্রতিনিধি

‘স্বয়ংক্রিয় ভূমি সেবা চালু হলে দুর্নীতি ও হয়রানি কমে আসবে’

ভূমি মন্ত্রণালয় ও খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, দেশের বিরোধের মূল উৎস ভূমি। তাই ভূমি ব্যবস্থাপনাকে স্বয়ংক্রিয় করা হচ্ছে, যাতে ভূমি নিয়ে বিরোধ, দুর্নীতি ও হয়রানি কমানো যায়।

বুধবার দুপুরে ফেনী জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অনুষ্ঠিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, "ভূমি নিয়ে ভোগান্তি সত্যিই বেশি। স্বয়ংক্রিয় ভূমি সেবা সিস্টেম চালু হলে জনগণের হয়রানি অনেকাংশে হ্রাস পাবে।"

অনুষ্ঠান শেষে তিনি এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

কর্মশালার আয়োজন করেছে ইউএনডিপি বাংলাদেশ ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প। এতে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন এবং ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপির বাংলাদেশ আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। আলোচক হিসেবে ছিলেন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প পরিচালক মো. পারভেজ হাসান ও ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. এমদাদুল হক চৌধুরী।

এছাড়া কর্মশালায় গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফাহমিদা হক, সেটেলমেন্ট অফিসার সারোয়ার উদ্দিন, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব তালুকদার।

কর্মশালায় জানানো হয়, সারা দেশে ভূমি সেবা প্রত্যাশীদের উন্নত ও সুষম সেবা প্রদানের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের মাধ্যমে ইন্টিগ্রেটেড ও অটোমেটেড ভূমি সেবা সফটওয়্যার (land.gov.bd) ডেভেলপ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

টিএইচ