শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
ঢাকা শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ১ ভাদ্র ১৪৩২
The Daily Post
ময়মনসিংহ সদর উপজেলা

১০ মাসে ভূমি সেবায় ব্যতিক্রমী সাফল্য এসিল্যান্ড সাঈদের

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

১০ মাসে ভূমি সেবায় ব্যতিক্রমী সাফল্য এসিল্যান্ড সাঈদের

ময়মনসিংহ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম দায়িত্ব গ্রহণের মাত্র ১০ মাসেই ভূমি সেবায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন।

নাগরিক সেবা সহজলভ্য ও জনবান্ধব করতে তিনি ধারাবাহিক উদ্যোগ গ্রহণ করেন, যা সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, গত ১০ মাসে ২৭ হাজার নামজারি মামলা নিষ্পত্তি করা হয়েছে। একই সময়ে মিসকেস নিষ্পত্তির সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮০০। ভূমি উন্নয়ন কর আদায়েও এসেছে উল্লেখযোগ্য সাফল্য—আদায় হয়েছে প্রায় ৫ কোটি টাকা।

শুধু কাগজে-কলমে নয়, অবকাঠামো উন্নয়নেও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তার নেতৃত্বে উপজেলার ১১টি ইউনিয়ন ভূমি অফিসের মেরামত ও সংস্কার কাজ সম্পন্ন হয়েছে, যা সেবা গ্রহণকারীদের জন্য আরামদায়ক ও কার্যকর পরিবেশ নিশ্চিত করেছে।

জনবান্ধব সেবা নিশ্চিত করতে তিনি নিয়মিত গণশুনানির আয়োজন করে আসছেন। এ পর্যন্ত প্রায় ৫০ হাজার মানুষ এসব গণশুনানিতে অংশ নিয়ে তাঁদের সমস্যার কথা সরাসরি তুলে ধরেছেন। সহকারী কমিশনার মনোযোগ সহকারে অভিযোগ ও পরামর্শ শুনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছেন।

স্থানীয়রা জানান, সাঈদ মোহাম্মদ ইব্রাহিমের দায়িত্বকালীন সময়ে ভূমি সেবা নিতে আর দীর্ঘসূত্রিতা বা দালালচক্রের দ্বারস্থ হতে হচ্ছে না। ফলে সেবাপ্রার্থীরা সরাসরি ও হয়রানিমুক্ত সেবা পাচ্ছেন।

সহকারী কমিশনার (ভূমি) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম আমার সংবাদকে বলেন, “ভূমি সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

টিএইচ