ছয় দফা দাবিতে আন্দোলনে থাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। শুক্রবার (১৮ এপ্রিল) বাদ জুমা সারাদেশে একযোগে ‘কাফনের কাপড়’ মাথায় বেঁধে গণমিছিল করবেন তারা।
‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’ নামের একটি ফেসবুক পেজে দেওয়া পোস্ট ও ভিডিওতে শিক্ষার্থীরা জানান, ১৯৮৭ সালের ঐতিহাসিক ‘কাফন আন্দোলনের’ আদলে এবারও তারা প্রতীকী কাফনের কাপড় পরে রাস্তায় নামবেন।
এর আগে বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। বৈঠক শেষে ১৮ সদস্যের প্রতিনিধি দলের সদস্য মাশফিক ইসলাম বলেন, “কোনো লিখিত প্রতিশ্রুতি বা সুনির্দিষ্ট পদক্ষেপ আমরা পাইনি। মন্ত্রণালয় কৌশলে প্রতিটি দাবির অগ্রগতি আটকে রেখেছে।”
শিক্ষার্থীদের ছয় দফা দাবি:—
১. জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের প্রমোশন কোটা বাতিল ও নিয়োগবিধি সংশোধন।
২. যেকোনো বয়সে ভর্তি বাতিল, উন্নত কারিকুলাম ও ইংরেজি মাধ্যমে শিক্ষা।
৩. সরকারি প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের প্রতি অবজ্ঞার বিরুদ্ধে ব্যবস্থা।
৪. কারিগরি সেক্টরের প্রশাসনিক পদে অ-কারিগরি জনবল নিয়োগ নিষিদ্ধ করা।
৫. স্বতন্ত্র কারিগরি শিক্ষা মন্ত্রণালয় ও সংস্কার কমিশন গঠন।
৬. টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও নির্মাণাধীন কলেজে শতভাগ ভর্তি নিশ্চিত।
শিক্ষার্থীরা জানান, তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত পর্যায়ক্রমে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
টিএইচ