মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২
The Daily Post

বিভিন্ন দাবিতে উত্তাল বরিশাল নার্সিং কলেজ

বরিশাল ব্যুরো

বিভিন্ন দাবিতে উত্তাল বরিশাল নার্সিং কলেজ

বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার ৭২ ঘণ্টা পার হলেও অভিযুক্ত শিক্ষকদের অপসারণ না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে শিক্ষার্থীরা। তারা অভিযুক্ত শিক্ষকদের কুশপুত্তলিকা দাহ করে। আজকের মধ্যে দাবি মানা না হলে আমরণ অনশনের হুঁশিয়ারি দেন।

রোববার (১১ মে) বরিশাল নার্সিং কলেজের হলরুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে আগামী দিনের কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, গত ৩০ এপ্রিল থেকে সমগ্র বাংলাদেশের নার্সিংয়ে চার বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রিধারী সরকারি ৩২টি নার্সিং কলেজ এবং বেসরকারি ১৫৪টি নার্সিং কলেজের শিক্ষার্থীগণ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নীতিমালা অনুযায়ী শিক্ষক নিয়োগসহ ৪ দফা দাবিতে আন্দোলন করছিল।

তারা ৬মে কর্মসূচি পালনকালে শিক্ষকদের মারধরের শিকার হন। যতক্ষণ পর্যন্ত তাদের ৪ দফা দাবি মানা ও মারধরের ঘটনার বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলা এবং আমরণ অনশনের হুঁশিয়ারি দেন।

সংবাদ সম্মেলন শেষে একাডেমিক ভবনের সামনে শিক্ষার্থীরা তাদের ওপর হামলায় জড়িত শিক্ষকদের কুশপুত্তলিকা দাহ করে। আগামীকাল আন্তর্জাতিক নার্সেস ডে পালন থেকে বিরত থাকার কথা জানান।

টিএইচ