মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২
The Daily Post

সাজিদের মৃত্যুর সঠিক তদন্তে তৎপর ইবি প্রশাসন : উপ-উপাচার্য

ইবি প্রতিনিধি

সাজিদের মৃত্যুর সঠিক তদন্তে তৎপর ইবি প্রশাসন : উপ-উপাচার্য

সমপ্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুর থেকে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের সাজিদ আব্দুল্লাহর মরদেহ উদ্ধারের ঘটনার সুষ্ঠু তদন্তের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের অভিযোগ- সাজিদের রহস্যজনক মৃত্যুর ঘটনায় রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গাফিলতি। এদিকে সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি তারা এবিষয়ে কোন প্রকার গাফিলতি করেননি/করছে না।

সংবাদ সম্মেলনে উপ-উপাচার্য (রুটিন উপাচার্য) বলেন, আমাদের কোনো গাফিলতি নেই। সাজিদের মৃত্যুর সুষ্ঠু তদন্ত যেন হয় সে বিষয়ে ইবি প্রশাসন সব সময় তৎপর থাকবে। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ইবি প্রশাসন সম্মতি জানিয়ে বলেন, তদন্ত কমিটিতে দুজন শিক্ষার্থীকে অবজারভার হিসেবে রাখা হবে এবং সম্পূর্ণ ক্যাম্পাস সিসিটিভি ও লাইটিংয়ের আওতায় আনার কাজ চলমান রয়েছে এবং খুব দ্রুত শেষ হবে।

তিনি আরও বলেন, আমাদের ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির সর্বোচ্চ ক্ষমতার ঘটনা প্রবাহের তথ্য উদঘাটন করা। তবে কাউকে বিচার করা, ফাঁসি দেয়া ও বহিষ্কার করা এটা আমাদের ক্ষমতা নেই। এটা সম্পূর্ণ পুলিশবাদী কেস। আমরা সর্বোচ্চ পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করতে পারি।

তবে শিক্ষার্থীরা যেটা বলছেন- ঘটনার সময় প্রক্টর আসতে দেরি হয়েছে এবং প্রশাসনের কেউ ছিল না। ৫ আগস্টের পর প্রক্টর নিয়োগের পর থেকে তিনি দিন রাত কাজ করে যাচ্ছেন তার সঙ্গে ছাত্র উপদেষ্টাও। ঘটনাটি ঘটেছে ছুটির দিনে। ছুটির দিনে আমাদের মিনিস্ট্রিতে কাজ থাকে এছাড়া অসুস্থতারও ব্যাপার আছে এজন্য ওই মুহূর্তে কেউ উপস্থিত হতে পারিনি তবে ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গেই যে যেখানে ছিলাম চলে এসেছি। এবং এরপর থেকে নিরলস ভাবে প্রশাসন কাজ করে যাচ্ছে।

রোববার (২০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (রুটিন উপাচার্য) অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানসহ বিশ্ববিদ্যালয়ের তিন সাংবাদিক সংগঠন- ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, প্রেস ক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ অন্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

টিএইচ