শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
ঢাকা শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২
The Daily Post

টাইমস হায়ার র‌্যাঙ্কিংয়ে দেশসেরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যবিপ্রবি

যবিপ্রবি প্রতিনিধি

টাইমস হায়ার র‌্যাঙ্কিংয়ে দেশসেরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যবিপ্রবি

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ‘এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং-২০২৫’ এ বাংলাদেশের সেরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হওয়ার গৌরব অর্জন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। গত ২৩ এপ্রিল টাইমস হায়ার এডুকেশন র্যাংকিং এর নিজস্ব ওয়েবসাইটে এ তথ্য প্রকাশিত হয়।

র্যাংকিংয়ে এশিয়াতে ৪০১ থেকে ৫০০ এর মধ্যে অবস্থান করে নিয়েছে দেশের ৬ টি বিশ্ববিদ্যালয়। যার মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে রয়েছে শুধু যবিপ্রবি।

অন্য বিশ্ববিদ্যালয়গুলো হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়। তবে ৩০১ থেকে ৩৫০ এর মধ্যে যৌথভাবে শীর্ষে (বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো মধ্যে) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তালিকায় ৩৫১-৪০০ এর মধ্যে স্থান করে নিয়ে যৌথভাবে শীর্ষ দুইয়ে দেশের ৩টি বিশ্ববিদ্যালয়।

সেগুলো হলো-গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটির ‘২০২৫ সালের এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়’ তালিকায় বাংলাদেশের সরকারি ও বেসরকারি মিলিয়ে স্থান পেয়েছে মোট ২৪টি বিশ্ববিদ্যালয়। তার মধ্যে যৌথভাবে তৃতীয় স্থানে অবস্থান করছে যবিপ্রবি।

টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) র্যাংকিং নিয়ে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, টাইমস হায়ার র্যাংকিংয়ে যবিপ্রবি মর্যাদাপূর্ণ অবস্থান করে নেয়ায়, যবিপ্রবির সব শিক্ষক-গবেষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি, মর্যাদাপূর্ণ এ ধারা ভবিষ্যতেও অহ্মুন্ন থাকবে। আমাদের পরবর্তী লক্ষ্য বিশ্ব র্যাংকিংয়ে অবস্থান করে নেয়া।

গবেষণার মান ত্বরাণ্বিত করার লক্ষ্যে ইতোমধ্যে শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদেরও গবেষণা বৃত্তি প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেই লক্ষ্য অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মানসম্মত বিভিন্ন পারফরম্যান্স সূচক ব্যবহার করে পাঠদান, গবেষণার পরিবেশ, গুণগত গবেষণা, ইন্ডাস্ট্রিতে সংযুক্তি এবং আন্তর্জাতিক সম্ভাবনার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং করে থাকে।

টিএইচ