রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া) নির্বাচনে ভোটগ্রহণ শেষে চলছে গণনা। শনিবার (২৬ জুলাই) সকাল ৯টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলেছে বিকাল ৪টা পর্যন্ত।
তবে ভোট শুরুর আগেই নির্বাচন কার্যত রূপ নিয়েছে আনুষ্ঠানিকতায়, কারণ একাধিক অভিযোগ তুলে বিএনপিপন্থি প্রার্থীরা নির্বাচন বর্জন করায় সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষসহ গুরুত্বপূর্ণ ২৭টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থি প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।
সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মো. রফিকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়টির প্রভাবশালী জামায়াতপন্থি শিক্ষক ও আরবি বিভাগের অধ্যাপক ড. মো. নিজাম উদ্দীন।
নির্বাচনের কয়েকদিন আগে রুয়ার সংবিধান লঙ্ঘন, বৈরী আবহাওয়ার ঝুঁকি, আইনশৃঙ্খলার অবনতিসহ একাধিক অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেছে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী জীবন সদস্যরা।
তবে এ অভিযোগ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা অপবাদ। সংবিধান লঙ্ঘনের কোনো ঘটনা ঘটেনি। কেউ যদি দাবি করেন, তারা প্রমাণ দিক।
টিএইচ