শনিবার, ২৬ জুলাই, ২০২৫
ঢাকা শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২
The Daily Post

পবিপ্রবিতে শিক্ষার্থীদের নতুন বাসের উদ্বোধন

পবিপ্রবি প্রতিনিধি  

পবিপ্রবিতে শিক্ষার্থীদের নতুন বাসের উদ্বোধন

চলার পথকে আরও স্বাচ্ছন্দ্যময়, নিরাপদ ও সময়োপযোগী করে তুলতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) যুক্ত হয়েছে ৫০ সিটবিশিষ্ট একটি আধুনিক, আরামদায়ক বাস।

বৃহস্পতিবার (১৫ মে) বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সম্মেলন কক্ষে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম প্রধান অতিথি থেকে এই বাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান। তিনি বলেন, এই বাস শুধু একটি যানবাহন নয়, বরং শিক্ষার্থীদের প্রতিদিনের যাত্রার এক নির্ভরযোগ্য সহচর। এটি তাদের সময় সাশ্রয় করবে, চলাচল করবে সহজতর এবং শিক্ষাজীবনে যোগ করবে স্বস্তি ও অনুপ্রেরণা। শিক্ষার্থীদের জন্য এরকম একটি উপহার আমাদের শিক্ষা ব্যবস্থার প্রতি দেশের কর্পোরেট দুনিয়ার দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

বিশেষ অতিথির বক্তব্য দেন পবিপ্রবির কোষাধ্যক্ষ প্রফেসর মো. আবদুল লতিফ।

এই বাসটি উপহার দিয়েছেন দেশের অন্যতম ব্যাংকিং প্রতিষ্ঠান আইএফআইসি ব্যাংক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হুসাইন। তিনি বলেন, শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ। তাদের স্বপ্নপূরণের পথে সহায়তা করা আমাদের সামাজিক দায়বদ্ধতার অংশ। পবিপ্রবির শিক্ষার্থীরা একদিন দেশ ও জাতির নেতৃত্ব দেবে এই আস্থাতেই আমরা এই ক্ষুদ্র প্রয়াস গ্রহণ করেছি।

প্রধান অতিথির বক্তব্যে ভিসি বলেন, আমি আইএফআইসি ব্যাংক কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মুস্তাফা, উপ-ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলামসহ ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা।

টিএইচ