বুধবার, ১৪ মে, ২০২৫
ঢাকা বুধবার, ১৪ মে, ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২
The Daily Post

ববি ভিসির পদত্যাগের দাবিতে আমরণ অনশনে ৫ শিক্ষার্থী অসুস্থ

ববি প্রতিনিধি

ববি ভিসির পদত্যাগের দাবিতে আমরণ অনশনে ৫ শিক্ষার্থী অসুস্থ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগের দাবিতে শুরু হওয়া আমরণ অনশনে ৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এর মধ্যে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রবিউল ইসলাম গুরুতর অসুস্থ হওয়ায় তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

এছাড়া বাকি ৫ জনকে স্যালাইন দিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। তারা হলেন- বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াহিদুর রহমান, শওকত ওসমান স্বাক্ষর, এনামুল ও ইমন হওলাদার। গতাকল মঙ্গলবার দুপুরে তিনটায় এ প্রতিবেদন লেখার আগ পর্যন্ত এ তথ্য পাওয়া গেছে।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুজয় শুভ বলেন, শিক্ষা উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কর্মকর্তাদের যথেষ্ট সময় দিয়েছি। আমরা বারবার তাদের কাছে আমাদের বার্তা পৌঁছে দেয়ার চেষ্টা করেছি। কিন্তু তারা শিক্ষার্থীদের আকুতি বুঝতে ব্যর্থ হয়েছেন।

তিনি বলেন, এই মুহূর্তে থেকে আমরা ঘোষণা করছি, যতক্ষণ পর্যন্ত এই উপাচার্যকে অপসারণ করে বিশ্ববিদ্যালয়ের সংকট নিরসনে পদক্ষেপ নেয়া না হবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থীদের একটি অংশ আমরণ অনশনে থাকবে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই অনশন থেকে উঠব না।

পাশাপাশি বিকালে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে দক্ষিণাঞ্চলের অচল করে দেয়ার হুঁশিয়ারিও দেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে জানতে প্রক্টর ও সহকারী প্রক্টরদের ফোন দেয়া হলে কেউ সাড়া দেননি।

টিএইচ