বাংলাদেশ অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যাসোসিয়েশনকে (বাহা) লাল কার্ড প্রদর্শন করলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের শিক্ষার্থীরা।
রোববার (৩ আগস্ট) কম্বাইন্ড ডিগ্রির দাবিতে চলমান আন্দোলনে বাকৃবির পশুপালন অনুষদের শিক্ষার্থীরা অনুষদের ফটকে তালা দিয়ে বিক্ষোভ করতে থাকেন। পরবর্তীতে তারা চলমান ক্লাস বর্জন ও বিক্ষোভ মিছিলের ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন করিডোরে এসে বাহাকে লাল কার্ড প্রদর্শন করে।
এসময় শিক্ষার্থীরা ‘মানতে হবে কম্বাইন্ড’, ‘দিতে হবে কম্বাইন্ড’, ‘এক দফা, এক দাবি, কম্বাইন্ড কম্বাইন্ড’ সহ নানান স্লোগান দিতে থাকেন। এছাড়াও শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বাহাকে বয়কটের ঘোষণা দেয়।
টিএইচ