মঙ্গলবার, ২০ মে, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২
The Daily Post

শতভাগ আবাসন ও রাকসুর পূর্ণাঙ্গ তফশিল ঘোষণার দাবি

রাবি প্রতিনিধি

শতভাগ আবাসন ও রাকসুর পূর্ণাঙ্গ তফশিল ঘোষণার দাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) র শতভাগ আবাসন নিশ্চিত ও বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফশিল ঘোষণা, নির্বাচনের আচারণবিধি ও খসড়া ভোটার তালিকা প্রদানের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। রোববার (১৮ মে) বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।

এ সময় তারা বলেন, প্রতিষ্ঠার ৭২ বছর কেটে গেলেও নিশ্চিত হয়নি শিক্ষার্থীদের শতভাগ আবাসন ব্যবস্থা। এছাড়া ২৭ ফেব্রুয়ারি রাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হলেও সে অনুযায়ী কাজ করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যতদিন পর্যন্ত রাকসুর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা না হবে ততদিন পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক ফাহিম রেজা বলেন, জুলাই আন্দোলনের ৯ দফার অন্যতম একটি প্রতিশ্রুতি হলো ছাত্র সংসদ বাস্তবায়ন এবং তার সঙ্গে আরেকটি প্রতিশ্রুতি ছিল লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতির মূলোৎপাটন করা।

আমরা মনে করছি কার্যকর রাকসু গঠনের মাধ্যমে লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখানো সম্ভব। কিন্তু যারা এ লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতিকে ফিরিয়ে আনতে চায় তারাই এ ছাত্র সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মেহেদী সজিব বলেন, রাকসু আমাদের জুলাই-আগস্ট বিপ্লবের ৯ দফার অন্যতম একটি দাবি। রাকসু নির্বাচন নিয়ে প্রশাসনের যে পরিমাণ তৎপরতা প্রথমদিকে লক্ষ্য করেছি, নির্বাচন কমিটি গঠন করার পর থেকে তৎপরতা ততটাই কম লক্ষ্য করছি আমরা।

গত মাসে রাকসু নির্বাচন কমিশন গঠন করা হলেও এখনো তারা একটি ফর্মাল মিটিং করতে পারেনি, এর চেয়ে অথর্ব কমিটি আর কী হতে পারে বলে মনে হয়? আমাদের এই আজকের আন্দোলন আজকেই সীমাবদ্ধ থাকবেনা। আমরা আমাদের ধারাবাহিক আন্দোলনে ফিরে যাব যতদিন পর্যন্ত রাকসু বাস্তবায়ন না হচ্ছে। মানববন্ধনে বিভিন্ন বিভাগের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

টিএইচ