রবিবার, ২৭ জুলাই, ২০২৫
ঢাকা রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২
The Daily Post

সাত দফা দাবিতে ঢাকা আলিয়া শিক্ষার্থীদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

ঢাকা আলিয়া প্রতিনিধি

সাত দফা দাবিতে ঢাকা আলিয়া শিক্ষার্থীদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

সাত দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার শিক্ষার্থীরা।

রোববার সকাল ১০টা ৩০ মিনিটে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন ছাত্র সংগঠন—ছাত্রদল, ছাত্রশিবির, বিপ্লবী ছাত্র পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলন—সহ সাধারণ শিক্ষার্থীরাও সংহতি প্রকাশ করে অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, ঢাকা আলিয়ার শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে চরম আবাসন সংকটে ভুগছেন। অথচ বহু বছর আগে হল নির্মাণের প্রকল্প গ্রহণ করা হলেও তা এখনও বাস্তবায়ন হয়নি। এছাড়া ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ খেলার মাঠ দখল করে স্থাপিত অস্থায়ী আদালত শিক্ষার্থীদের চলাচল ও ক্যাম্পাস জীবনে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। বক্তারা অবিলম্বে অস্থায়ী আদালত অপসারণ এবং নতুন ছাত্রাবাস নির্মাণের দাবি জানান।

শিক্ষার্থীদের উত্থাপিত সাত দফা দাবি হলো—

১. শিক্ষার্থীদের মৌলিক অধিকার হিসেবে পর্যাপ্ত আবাসনের নিশ্চয়তা।

২. স্থায়ীভাবে আবাসন সংকট নিরসনে নতুন ছাত্রাবাস নির্মাণ।

৩. প্রকল্প বাস্তবায়নের পূর্ব পর্যন্ত বিকল্প আবাসন ও ভর্তুকির ব্যবস্থা।

৪. ক্যাম্পাসে স্থাপিত অস্থায়ী আদালত অবিলম্বে অপসারণ।

৫. ঢাকা আলিয়া মাঠ উন্মুক্ত করে শিক্ষার্থী ও এলাকাবাসীর জন্য ব্যবহারের উপযোগী করা।

৬. মাঠ ও স্থাপনা দখলের অভিযোগ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।

৭. এসব দাবি বাস্তবায়নে নির্ধারিত সময়সীমা ঘোষণা এবং তা ছাত্রসমাজের সামনে উপস্থাপন।

সমাবেশ শেষে শিক্ষার্থীরা একটি শান্তিপূর্ণ মিছিল সহকারে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অভিমুখে যাত্রা করেন।

তারা জানান, উত্থাপিত দাবিগুলোর দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

টিএইচ