বুধবার, ১৪ মে, ২০২৫
ঢাকা বুধবার, ১৪ মে, ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২
The Daily Post

সাম্য হত্যা ক্যাম্পাসের সামগ্রিক নিরাপত্তার জন্য হুমকি : ঢাবি ছাত্রশিবির

নিজস্ব প্রতিবেদক

সাম্য হত্যা ক্যাম্পাসের সামগ্রিক নিরাপত্তার জন্য হুমকি : ঢাবি ছাত্রশিবির

দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য (২৫) নিহত হয়েছেন। এ ঘটনা ক্যাম্পাসের সামগ্রিক নিরাপত্তার জন্য হুমকি বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রশিবির সভাপতি এসএম ফরহাদ।

মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত ২টার দিকে এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ মন্তব্য করেন।

এসএম ফরহাদ লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনিস্টিউটের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী সাম্য ছুরিকাঘাতে নিহত হয়েছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিকটস্থ সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় বহিরাগত সন্ত্রাসী দ্বারা খুন হওয়ার ঘটনা ক্যাম্পাসের সামগ্রিক নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।  

ঢাবি ছাত্রশিবির সভাপতি লিখেছেন, অনতিবিলম্বে ঘটনার তদন্ত করে অপরাধীদের শনাক্ত করার মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।

এর আগে, মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য নিহত হন।

নিহত সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানা এলাকায়।

টিএইচ