শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
ঢাকা শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২
The Daily Post

রংপুরে হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

রংপুর ব্যুরো

রংপুরে হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা ও হত্যাচেষ্টার ২ মামলায় রংপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আতাউর জামান বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি রংপুর জেলা আ.লীগের আহ্বায়ক কমিটিরও সদস্য।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আরপিএমপি কোতয়ালী থানার ওসি আতাউর রহমান। এর আগে গত বুধবার দিবাগত রাতে নগরীর ইঞ্জি. পাড়ার এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে মহানগর কোতোয়ালি থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে চলে যান এই স্বেচ্ছাসেবকলীগ নেতা। আত্মগোপনে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের উসকানিমূলক পোস্ট দিয়ে আসছিলেন তিনি। তার বিরুদ্ধে রংপুর মহানগরীতে স্বেচ্ছাসেবক লীগকে সংগঠিত করার অভিযোগ রয়েছে।

আরপিএমপি কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান জানান, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর জামান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে আহত জয়নাল আবেদীন হত্যাচেষ্টা মামলার ১ নম্বর এবং শহিদুল ইসলাম সাগর হত্যাচেষ্টা মামলার ৫ নম্বর আসামি। গোয়েন্দা তথ্য এবং তথ্যপ্রযুক্তির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করার পর গ্রেপ্তার করা হয়।

টিএইচ