শনিবার, ২৬ জুলাই, ২০২৫
ঢাকা শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২
The Daily Post

ইরানের পক্ষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অবস্থান

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের পক্ষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অবস্থান

ইরান-ইসরায়েল চলমান সংঘাতে ইরানের পক্ষে শক্ত অবস্থান নিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। একই সঙ্গে তিনি বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন, যেন উসকানিমূলক ও সহিংস কর্মকাণ্ড বন্ধে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ জোরদার করা হয়।

সোমবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, আনোয়ার ইব্রাহিম বলেন, “ইরানে হামলা চালিয়ে দেশটির জনগণকে হত্যা করেছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে প্রতিশোধ অনিবার্য হয়ে উঠেছে। আমাদের অবস্থান ন্যায্যতার পক্ষে।”

তিনি আরও বলেন, “গাজায় হত্যাকাণ্ড চলছেই, যার শিকার নারী ও শিশুরাও। এর মধ্যে ইসরায়েল আবার ইরানে আক্রমণ করছে। মার্কিন যুক্তরাষ্ট্রসহ বাইরের শক্তিগুলোর জড়িত থাকার ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।”

আনোয়ার ইব্রাহিম প্রশ্ন তোলেন, “যদি ইরানকে প্রতিক্রিয়া জানাতে বাধা দেওয়া হয়, তাহলে ইসরায়েলকে কেন এমন আগ্রাসী কার্যক্রম চালাতে দেওয়া হচ্ছে?”

টিএইচ