বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২
The Daily Post

এক কোটিরও বেশি শিক্ষার্থীর ফি মওকুফ করলো চীন

আন্তর্জাতিক ডেস্ক

এক কোটিরও বেশি শিক্ষার্থীর ফি মওকুফ করলো চীন

২০২৫ সালের আগামী শরৎকালীন সেমিস্টার থেকে কিন্ডারগার্টেনের শিক্ষা সম্পূর্ণ ফ্রি করার ঘোষণা দিয়েছে চীন। এতে পারিবারিক ব্যয় কমবে ২০ বিলিয়ন ইউয়ান।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে উপ-অর্থমন্ত্রী গুও টিংটিং এ ঘোষণা করেছেন।

এক সপ্তাহ আগেই চীন ঘোষণা দিয়েছিল যে তিন বছরের কম বয়সী প্রতিটি শিশুর জন্য মা-বাবাকে বছরে ৫০০ ডলারের সমপরিমাণ ভাতা দেওয়া হবে। এর পর পরই ফি মওকুফের এ ঘোষণাটি এলো।

নার্সারি শিক্ষার ফি-এর অনুপাত তুলনামূলকভাবে বেশি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে পরিবারের ব্যয় কমে। শিক্ষার খরচ কার্যকরভাবে হ্রাস করা এবং দেশের সরকারি শিক্ষা পরিষেবাগুলোর মানোন্নয়ন করা হলো এই পদক্ষেপের লক্ষ্য।
চীনে কিন্ডারগার্টেনের এক কোটিরও বেশি শিক্ষার্থীর ফি মওকুফ

ফি মওকুফের তহবিল যৌথভাবে কেন্দ্রীয় এবং স্থানীয় সরকার দ্বারা ভাগ করা হবে। রাজস্ব ও শিক্ষা বিভাগগুলোকে তহবিল ব্যবস্থাপনা জোরদার করতে এবং কিন্ডারগার্টেনগুলোর স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করতে যথাসময়ে ও সম্পূর্ণরূপে তহবিল বরাদ্দ করতে বলা হয়েছে।

টিএইচ