রবিবার, ১০ আগস্ট, ২০২৫
ঢাকা রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২
The Daily Post

মিয়ানমারের প্রেসিডেন্ট মিন্ট সোয়ের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

মিয়ানমারের প্রেসিডেন্ট মিন্ট সোয়ের মৃত্যু

মিয়ানমারের জান্তা সরকারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট সোয়ে (৭৪) না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে রাজধানী নেপিডোর একটি সামরিক হাসপাতালে তিনি মারা যান।

বিবিসির খবরে বলা হয়েছে, গত বছরের জুলাইয়ে চিকিৎসাজনিত কারণে ছুটিতে যাওয়ার সময় তিনি দায়িত্বভার হস্তান্তর করেছিলেন জান্তাপ্রধান ও সেনাবাহিনী প্রধান মিন অং হ্লাইংয়ের কাছে।

২০২১ সালে সেনাবাহিনী মিয়ানমারে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক অভ্যুত্থান ঘটায়। গ্রেফতার হন নোবেলজয়ী নেত্রী অং সান সু চিসহ অসংখ্য গণতন্ত্রপন্থি রাজনীতিক। এরপরই জরুরি অবস্থা জারি করে জান্তা সরকার এবং মিন্ট সোয়েকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়।

সেনাবাহিনীর তথ্য দফতর এক বিবৃতিতে জানিয়েছে, মিন্ট সোয়ের মৃত্যুর পর তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। তবে তারিখ এখনো নির্ধারিত হয়নি।

এর আগে মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়, তিনি সংকটজনক অবস্থায় রয়েছেন এবং ২৪ জুলাই থেকে সামরিক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

প্রেসিডেন্টের দায়িত্ব পালনের আগে মিন্ট সোয়ে মিয়ানমারের আধা-বেসামরিক শাসনামলে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। জান্তা সরকারের একনায়কতান্ত্রিক শাসন বৈধতা দিতে এবং বিভিন্ন আদেশ-ডিক্রি কার্যকর করতে তাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়।

টিএইচ