বুধবার, ১৬ জুলাই, ২০২৫
ঢাকা বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
The Daily Post

‘সিংহের লেজ’ ধরে টান মেরেছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

‘সিংহের লেজ’ ধরে টান মেরেছে ইসরায়েল

ইরানে হামলাকে ‘সিংহের লেজ নিয়ে খেলা’ বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির পেজেশকিয়ান সরকার। বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে তারা বলেছে, ‘ইরানে যুদ্ধ শুরু করার অর্থ হচ্ছে সিংহের লেজ নিয়ে খেলা করা।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘কাপুরুষোচিত এই হামলা এসেছে ঠিক সেই মুহূর্তে যখন পারমাণবিক সমঝোতা নিয়ে কূটনৈতিক প্রক্রিয়া চলছিল। এটি প্রমাণ করে যে, দখলদার শাসনটি আসলে দুর্বল ও ভীত।’

‘ইরান বিগত দুইশ বছর কারো ওপর আক্রমণ শুরু করার ইতিহাস নেই। কিন্তু আত্মরক্ষার ক্ষেত্রে তারা বিন্দুমাত্র পিছু হটেনি এবং হবেও না।’

‘ইরান ও এর জনগণের ওপর এই হামলা আবারও প্রমাণ করে যে দখলদার সরকারটি স্বভাবগতভাবেই অপরাধী ও সন্ত্রাসবাদী। নিরপরাধ মানুষকে হত্যা করে তারা যে দাবি করে যে তাদের হামলা সরকারকে লক্ষ্য করে, তা সম্পূর্ণ মিথ্যা।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘ইসরায়েল শুধু বলপ্রয়োগের ভাষাই বোঝে। তাই প্রত্যেক শহীদীর রক্তের বিনিময়ে উপযুক্ত প্রতিশোধ নেওয়া হবে।’

টিএইচ