বুধবার, ০২ জুলাই, ২০২৫
ঢাকা বুধবার, ০২ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২
The Daily Post

বিভিন্ন স্থানে সড়কে ঝরল আট প্রাণ

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন স্থানে সড়কে ঝরল আট প্রাণ

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গোপালগঞ্জে পৃথক স্থানে তিনজন, চট্টগ্রামে মিরসরাইয়ে দুজন, ময়মনসিংহে বাস-অটোরিকশা ত্রিমুখি সংঘর্ষে দুজন, টাঙ্গাইলের মির্জাপুরে একজনসহ মোট আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রতিনিধিদরে পাঠানো খবর—


গোপালগঞ্জ : গোপালগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আর ১০জন। রোববার (২২ জুন) ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার টুকুবাজার এলাকায় বাস চাপা পড়ে সরোয়ার খা নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটানায় এলাকাবাসী ৩০ মিনিট মহাসড়কে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে। ভাটিয়াপাড়া হাইওয়ে থানার এসআই রোমান মোল্লা বলেন, ওই বৃদ্ধ কাশিয়ানীর রাতইল আত্মীয় বাড়ি থেকে নিজ বাড়ি একই উপজেলার ওড়াকান্দিতে যাচ্ছিলেন। ঘটনাস্থল রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী বাস তাকে চাপা দেয়। তাকে প্রথমে কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকায় নেয়ার পথে মারা যান।

অন্যদিকে, এদিন ভোরে একই মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনা ঘটে। গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আহম্মেদ আলী বিশ্বাস জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা একটি নসিমন গোপীনাথপুর এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি কার্ভাডভ্যান পিছন থেকে ধাক্কা দেয়। এতে নসিমনের যাত্রী বিপুল পাল ঘটনাস্থলে মারা যান।

এছাড়া একই এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সাজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে বাসের হেলপার ঘটনাস্থলে মারা যান ও অপর ১০ জন আহত হন। তিনি আরও বলেন, খবর পেয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনা কবলিত যানগুলো জব্দ করা হয়েছে। নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন, কাশিয়ানী উপজেলার মানিক লাল পালের ছেলে বিপুল পাল। অপর নিহত ব্যক্তি হলেন, সোহাগ পরিবহনের হেলপার।

মিরসরাই (চট্টগ্রাম) : চট্টগ্রামে মিরসরাইয়ে কন্টেইনারবাহী চলন্ত লরির পেছনে ড্রাম ট্রাকের ধাক্কায় চালক ও সহকারী নিহত হয়েছে। রোববার (২২ জুন) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের ঠাকুরদিঘী বাজার এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বসু মিয়া পাড়ার আব্দুল মান্নানের ছেলে ড্রামট্রাক চালক মো. ফারুক হোসেন ও টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার চকতৈল এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে চালকের সহকারী রবিউল ইসলাম। জানা গেছে, রোববার (২২ জুন) মহাসড়কের ঠাকুরদিঘী বাজারের উত্তর পাশে ঢাকামুখী লেনে দ্রুত গতির ড্রামট্রাকটি ওভারটেক করার সময় কন্টেইনারবাহী চলন্ত লরির পেছন দিক থেকে ধাক্কা দেয়। এসময় ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক ও সহকারী নিহত হন।  মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. আরিফুল হুদা বলেন, সড়ক দুর্ঘটনায় দুজন ব্যক্তিকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আসার আগে তাদের মৃত্যু হয়েছে। 
জোরারগঞ্জ হাইওয়ে থানার এসআই বোরহান উদ্দিন বলেন, মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে তারা আসলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে এবং কন্টেইনারবাহী লরির চালক পলাতক রয়েছে।

ময়মনসিংহ : ময়মনসিংহের তারাকান্দায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। রোববার (২২ জুন) উপজেলার বাগুন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা না গেলেও পুলিশ জানায়, ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালানো হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
তারাকান্দা থানার ওসি মো. টিপু সুলতান বলেন, খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যেই পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। তিনি আরও জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানান, ঘটনাস্থলে দ্রুতগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুজনের মৃত্যু ঘটে।

টাঙ্গাইল : টাঙ্গাইলের মির্জাপুরে দাঁড়িয়ে ট্রাকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যানের ধাক্কায় সুজন খান নামে একজন নিহত হয়েছেন। রোববার (২২ জুন) ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের মির্জাপুর বাইপাসের বাওয়ার কুমারজানী মা সিএনজি পাম্প সংলগ্নে এ ঘটনা ঘটে। নিহত সুজন বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার জিরাইল গ্রামের ইউনুছ খানের ছেলে। তিনি কাভার্ডভ্যান চালক ছিলেন। জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান রাত তিনটার দিকে মহাসড়কের ওই স্থানে পৌঁছালে টাঙ্গাইলগামী লেনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে কাভার্ডটি ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানের সামনে দুমড়ে-মুছড়ে যায় এবং ঘটনাস্থলে চালক মারা যায়। পরে পুলিশ খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার এসআই আনিছুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

টিএইচ