সোমবার, ০৪ আগস্ট, ২০২৫
ঢাকা সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২
The Daily Post

ভোক্তাপর্যায়ে ৯১ টাকা কমলো এলপি গ্যাসের দাম

নিজস্ব প্রতিবেদক

ভোক্তাপর্যায়ে ৯১ টাকা কমলো এলপি গ্যাসের দাম

ভোক্তাপর্যায়ে আবারও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপি গ্যাস) ও অটোগ্যাসের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

রোববার বিইআরসি এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রতি ১২ কেজির এলপি গ্যাসের দাম ৯১ টাকা কমিয়ে ১ হাজার ২৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

পাশাপাশি প্রতি লিটার অটোগ্যাসের দাম ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে ৫৮ টাকা ২৮ পয়সা করা হয়েছে। নতুন এ দাম রোববার সন্ধ্যা থেকে কার্যকর হয়েছে।

এর আগে, গত ২ জুলাই ১২ কেজি এলপি গ্যাসের দাম ৩৯ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৪ টাকা করা হয়েছিল। একই সময় অটোগ্যাসের দাম প্রতি লিটার ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে ৬২ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়।

বিইআরসি প্রতি মাসে আন্তর্জাতিক বাজারদরের ভিত্তিতে এলপি গ্যাস ও অটোগ্যাসের মূল্য সমন্বয় করে থাকে।

টিএইচ