শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫
ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২
The Daily Post

রাণীনগরে কিশোরীকে গলাকেটে হত্যাচেষ্টায় যুবক গ্রেপ্তার

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

রাণীনগরে কিশোরীকে গলাকেটে হত্যাচেষ্টায় যুবক গ্রেপ্তার

নওগাঁর রাণীনগরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ১৫ বছর বয়সি এক কিশোরীকে কাস্তে দিয়ে গলাকেটে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে সুলতান সরদার (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে দিয়েছে।

এই ঘটনায় কিশোরীর বাবা বাদি হয়ে বুধবার রাতে রাণীনগর থানায় একটি মামলা করেছেন। মামলায় যুবক সুলতান সরদারকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার (৩১ জুলাই) তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তার সুলতান সরদার উপজেলার কালীগ্রাম কসবাপাড়া গ্রামের নম সরদারের ছেলে।

এর আগে গত বুধবার উপজেলার কালীগ্রাম কসবাপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। আহত ওই কিশোরীকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, কিশোরী মেয়েকে গলা কেটে হত্যার চেষ্টার সময় স্থানীয়জনতা যুবক সুলতানকে আটক করে পুলিশে দিয়েছে। এ ঘটনায় আহত কিশোরীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। সুলতানকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার (৩১ জুলাই) আদালতে প্রেরণ করা হয়েছে।

টিএইচ