মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২
The Daily Post

‘শেখ হাসিনা আমাদের যন্ত্রণার স্মৃতি নিয়ে পরিহাস করেছেন’

সুমন খান

‘শেখ হাসিনা আমাদের যন্ত্রণার স্মৃতি নিয়ে পরিহাস করেছেন’

জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনা আমাদের যন্ত্রণার স্মৃতি নিয়ে পরিহাস করেছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল ৷

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি৷

উপদেষ্টা বলেন, আল্লাহ কি এই মানুষটার (শেখ হাসিনার) মাঝে ন্যূনতম অপরাধবোধ দেয়নি?

আসিফ নজরুল বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় যেভাবে আত্মবিশ্বাস নিয়ে মানুষের সাথে ঔদ্ধত্যপূর্ণ সুরে কথা বলেছেন  তার শেষ সংবাদ সম্মেলনেও তিনি একদম  একই সুরে কথা বলেছেন৷ তিনি তার বক্তব্যে আমাদের যে যন্ত্রণার স্মৃতি সেটা নিয়ে পরিহাস করেছেন ৷ তিনি বলেছেন আবু সাইদের মৃত্যুর দৃশ্য (আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স) এআইই  দিয়ে বানানো হয়েছে ৷ মুগ্ধকে নাকি ছাত্ররাই গুলি করে মেরেছে ৷ বলুন এগুলো কি সহ্য করা যায়?

আইন উপদেষ্টা বলেন, মিথ্যাচারের পাশাপাশি তিনি সবাইকে উস্কে দিয়েছেন ৷ কার বাড়িতে আগুন দিতে হবে এবং কাকে তিনি ছাড়বেন না এসব নিয়ে ৷  আশ্বর্য ! আমার কাছে অবাক লাগে ৷ আল্লাহ কি এই মানুষটার মাঝে ন্যূনতম অপরাধবোধ দেয়নি?

তিনি বলেন, যার মধ্যে ন্যূনতম অপরাধবোধ থাকেনা তিনি তো সবই করতে পারেন ৷ তার বাহিনীর এক অংশ শেখ হাসিনার প্রতি অন্ধ বিশ্বাস থেকেই তার মতো মিথ্যাচার করেছে ৷ তারাও একই টোনে কথা বলেছে ৷ তারা বিভিন্ন উসকানিমূলক, আক্রমণাত্মক এবং ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে লিপ্ত ৷ স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের গোয়েন্দা নেটওয়ার্কের মাধ্যমে জানতে পেরেছে তারা (আওয়ামী লীগের কর্মীরা) আরও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে ৷ এ কারণেই এই অপারেশন চালানো হচ্ছে ৷

টিএইচ