দেশের বিভিন্ন স্থানে জুলাই আন্দোলনে শহিদদের স্মরণে শহিদ দিবস উদযাপন উপলক্ষে বুধবার (১৬ জুলাই) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—
পার্বত্যাঞ্চল : জুলাই আন্দোলনে শহিদদের স্মরণে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সেমিনার কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহিদ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা ইউএনও মনজুর আলম। এসময় মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার মো. সবুজ আলী, মাটিরাঙ্গা উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শাহ আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. শরিফুল ইসলাম বিদ্যুৎ, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হাশেম প্রমুখ বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে মাটিরাঙ্গা উপজেলা মৎস্য অফিসার মো. আরিফুল মোল্লা, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ, মাটিরাঙ্গা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী দীপশিখা চাকমা, মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুর রহমান খান, মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মহাফেজ মাওলানা হারুন উর রশীদসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর প্রধান সংবাদকর্মী, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বরিশাল ব্যুরো: দিবসটি উপলক্ষে বরিশালে জাতীয় পতাকা অর্ধনমিত, দোয়া মোনাজাত ও স্মৃতিচারণমূলক আলোচনা সভার মধ্য দিয়ে জুলাই শহীদ দিবস পালিত হচ্ছে। জেলা প্রশাসনের পাশাপাশি ব্রজমোহন কলেজে অনুষ্ঠিত হয় স্মৃতিচারণ অনুষ্ঠান। কলেজ অধ্যক্ষ ড. শেখ মো. তাজুল ইসলাম এতে সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বরিশাল রেঞ্জ ডিআইজি মনজুর মোরশেদ আলমসহ অন্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে সেখানে স্মৃতিচারণ করতে গিয়ে কলেজ শিক্ষার্থী যারা জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেয়া শিক্ষার্থীরা বিভিষিকাময় সেই দিনগুলির কথা তুলে ধরেন। তারা বলেন, ১৬ জুলাই বরিশাল বিএম কলেজ ফ্যাসিবাদমুক্ত হয়। কিন্তু এমনটা করতে গিয়ে ধারাবাহিক আন্দোলনে অনেক বার মৃত্যু ঝুঁকির মধ্যে পড়েছি। জুলাইয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা আরও বলেন, জুলাই আন্দোলনের এক বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি জুলাই ঘোষণাপত্র। খুব দ্রুত ঘোষণাপত্র প্রকাশ করা হোক, আজকের এই দিবসে এমন প্রত্যাশা তাদের। অন্যদিকে দিবসটি উপলক্ষে বরিশালে দোয়া মোনাজাতের আয়োজন করেছেন বিভিন্ন সংগঠন।
ঝিনাইদহ : জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের স্মরণে ঝিনাইদহে আলোচনা সভায় শহিদ পরিবারের সদস্য, জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্বদানকারী প্রতিনিধি, রাজনৈতিক ও সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসকের কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। এসময় জেলা পুলিশ সুপার মনজুর মোর্শেদ, শহিদ রাকিবের বাবা লুৎফর রহমান, মা হাফেজা খাতুন, শহিদ সাব্বিরের বাবা আমোদ আলী, ছাত্র প্রতিনিধি সাইদুর রহমান, আবু হুরায়রাসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অতিথি হিসেবে বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মুন্না বিশ্বাস, জেলা সিভির সার্জন ডা. মো. কামরুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ষষ্টী চন্দ্র রায়, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল আওয়াল, গণঅধিকার পরিষদের সভাপতি সাখাওয়াত হোসেন, ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি আসিফ কাজল, জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক তহুরা খাতুন প্রমুখ। আলোচনা সভা শেষে জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
বাকৃবি : দিবসটি উপলক্ষে আয়োজিত দিনব্যাপী কর্মসূচিতে ছিল শোকর্যালি , আলোচনা সভা, দোয়া মাহফিল এবং ভিডিও চিত্র প্রদর্শনী। সকাল ১০টায় বাকৃবির প্রশাসন ভবন সংলগ্ন করিডোর থেকে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার নেতৃত্বে একটি শোকর্যালি বের হয়। র্যালিতে অংশগ্রহণকারীরা কালো ব্যাজ ধারণ করেন। র্যালিটি টিএসসি, কোষাধ্যক্ষ ভবন এবং বোটানিক্যাল গার্ডেনের সামনের রাস্তা প্রদক্ষিণ করে শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে এসে শেষ হয়। পরে ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন, উপাচার্য অধ্যাপক ড. একে ফজলুল হক ভূঁইয়া। মঞ্চে আরও উপস্থিত ছিলেন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ময়মনসিংহ অঞ্চলের তিন শহীদের নিকটাত্মীয় রেদোয়ান হোসেন সাগরের পিতা মো. আসাদুজ্জামান আসাদ, শহীদ মাওলানা সাদেকুর রহমানের ভাই মো. সাদ্দাম হোসেন এবং শহীদ আছির এম.টি শারাল হকের পিতা এইচ.এম. এনামুল হক। অনুষ্ঠানের শুরুতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
কিশোরগঞ্জ: জুলাই শহীদ দিবস উপলক্ষে গণহত্যার বিচার ও গণহত্যায় জড়িত ফ্যাসিস্টদের রাজনীতি নিষিদ্ধকরণ এবং রাষ্ট্র সংস্কারের দাবিতে গণপদযাত্রা করেছে গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলা। শহরের পুরানথানা থেকে একটি মিছিল শুরু করে শহরের বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করে পুরানথানায় এসে শেষ হয়। গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বক্তব্য রাখেন। গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলার সহ সভাপতি শফিকুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলার সাধারণ সম্পাদক অভি চৌধুরী, সহসভাপতি শহিদুল ইসলাম শহিদ, মাসুদুল ইসলাম সোহেল,আলহাজ শামসুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক ইমতিয়াজ কাজল,ইমরান হাসান প্রমুখ।
জয়পুরহাট : জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরীর সভাপতিত্বে এ আলোচনা সভা দোয়া অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার, সিভিল সার্জন আল মামুন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, এনসিপির প্রধান সমন্বয়কারী ফিরোজ আলমগীর, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, জেলা প্রশাসনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মাহবুব, ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক রাশেদ মুবারক জুয়েল, জেলা মৎস্য অফিসার মাসুদ রানা, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা, শহীদ বিশালের মা বুলবুলি খাতুন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসিবুল হক সানজিদসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কুড়িগ্রাম: কুড়িগ্রাম বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা। এ সময় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মাহফুজুর রহমান, বিজিবির পরিচালক লে. কর্নেল মাহবুব উল হক, জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম, কেন্দ্রীয় এনসিপির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মোজাহিদ, জেলা জামায়াতের আমির আব্দুল মতিন ফারুকী, জেলা বিএনপির সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলার আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ প্রমুখ। আলোচনা শেষে শহিদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
কোটচাঁদপুর (ঝিনাইদহ): উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জুলাই শহীদের স্মরণে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত্ব হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও কাজী আনিসুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মোয়াবিয়া হুসাইন, পৌর বিএনপি সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাবেক উপজেলা চেয়ারম্যান ইকরামুল হক, পৌর জামায়াতের আমির আব্দুল কাইয়ুম। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার জাহিদ হোসেন, উপজেলা প্রকৌশলী কল্পনা রানী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা সায়লা শারমিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোটচাঁদপুর শাখার আহ্বায়ক হূদয় আহসান প্রমুখ। সে সময় জুলাই শহীদের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা করেন অতিথি রা। এ সময় সাংবাদিক, সুধিজন, গণ্যমান্য ব্যক্তিরা, উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি কসঞ্চালনা করেন তথ্য কর্মকর্তা তানিয়া সুলতানা।
চাটখিল (নোয়াখালী): উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতারা, সাংবাদিক ও ছাত্র প্রতিনিধিসহ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সভায় বক্তব্য রাখেন, সমাজসেবা অফিসার আলী হোসেন, চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শহীদুল ইসলাম নয়ন, বিএনপি নেতা শাহজাহান রানা, গণঅধিকার পরিষদের নেতা মো. হানিফ, সাংবাদিক প্রভাষক জসিম মাহমুদ, ছাত্র প্রতিনিধি তাহা ইয়াসিন, ফরহাদ, হিমেল, পিয়াস হোসেন ও শহীদ তামিমের বাবা আবদুল মন্নান প্রমুখ। সভা শেষে শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
রামগতি (লক্ষ্মীপুর): উপজেলা হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় ইউএনও সৈয়দ আমজাদ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জন্টু বিকাশ চাকমা, জুলাই আন্দোলনের শহীদ শামীমের পিতাসহ তিনজন শহীদের পরিবারের সদস্যরা, থানার ওসি মো. কবির হোসেন, উপজেলা প্রকৌশলী স্নেহাল রায়, কৃষি কর্মকর্তা মুজিবুর রহমান, সমবায় কর্মকর্তা মুহাম্মদ ওমর ফারুক, শিক্ষা কর্মকর্তা আবু সায়েদ স্বপন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ দিদার হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী তানভিরুল ইসলাম, পিআইও মো. রুহুল আমিন প্রমুখ। আলোচনা সভা শেষে অনুষ্ঠিত দোয়া মাহফিল পরিচালনা করেন আলেকজান্ডার কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. তৈয়ব আলী।
ভেড়ামারা: ভেড়ামারা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সভাকক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রফিকুল ইসলাম ইউএনও ভেড়ামারা, বিশেষ অতিথি ছিলেন আনোয়ার হোসাইন উপজেলা সহকারী কমিশনার ভূমি, ডা. মিজানুর রহমান ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা, ডা. এস এম আসিফ সিদ্দিক মেডিকেল অফিসার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, শাম্মি শিরিন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, ফারুক আহমেদ উপজেলা শিক্ষা অফিসারসহ ভেড়ামারা বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন ছাত্ররা ও বিভিন্ন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলাম। পরে শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়।
মধুপুর (টাঙ্গাইল): উপজেলা পরিষদ চতুর্থ তলায় কনফারেন্স রুমে আলোচনা সভায় ইউএনও মির্জা জুবায়ের হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, উপজেলা জামায়াতে আমির মাওলানা আব্দুল কাদির, ওসি এমরানুল কবির, উপজেলা সমাজসেবা অফিসার মোস্তফা হোসাইন, কৃষি কর্মকর্তা রাকিব আল রানা, জুলাই আন্দোলনে মধুপুরের একমাত্র শহীদ লাল মিয়ার স্ত্রী মোসা. আলপনা বেগম, উপজেলা সমাজসেবা অফিসার মোস্তফা হোসাইন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রিফাত আনজুম পিয়া।
বাগাতিপাড়া : উপজেলা প্রশাসনের আয়োজনে বড়াল সভাকক্ষে সারাদেশের ন্যায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাগাতিপাড়া ইউএনও মারুফ আফজাল রাজনের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা অফিসার মিজানুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বাগাতিপাড়া উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সূচনা মনোহারা, কৃষি অফিসার ভবসিন্ধু রায়, বাগাতিপাড়া মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান প্রমুখ।
চৌহালী (সিরাজগঞ্জ): আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, চৌহালী ইউএনও মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর হাসান মজুমদার, থানার ওসি আবদুল বারিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাআলম, আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আবুল বশির, যুব উন্নয়ন অফিসার তপন কুমার সুত্রধর, জামায়াতের আমির আবু সাইদ প্রমুখ।
টিএইচ