বুধবার, ১৬ জুলাই, ২০২৫
ঢাকা বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২
The Daily Post

ঠাকুরগাঁও আদালতে ন্যায়কুঞ্জ বিশ্রামাগার ও তথ্যসেবা কেন্দ্রের উদ্বোধন

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও আদালতে ন্যায়কুঞ্জ বিশ্রামাগার ও তথ্যসেবা কেন্দ্রের উদ্বোধন

ঠাকুরগাঁও আদালত প্রাঙ্গণে আগত বিচার প্রার্থীদের সুবিধার্থে নির্মিত ন্যায়কুঞ্জ বিশ্রামাগার ও তথ্যসেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি কে.এম. হাফিজুল আলম ভার্চুয়ালি যুক্ত হয়ে এ তথ্যসেবা কেন্দ্রের  উদ্বোধন করেন।

ভার্চুয়ালি যুক্ত হয়ে বিচারপতি কে.এম. হাফিজুল আলম বলেন, এখন থেকে আদালত প্রাঙ্গণে যেসব বিচার প্রার্থীরা সেবা নিতে আসবেন তারা এই ন্যায়কুঞ্জ বিশ্রামাগারে বিশ্রাম করতে পারবেন এবং তথ্য সেবা কেন্দ্রে তাদের প্রয়োজনীয় তথ্য নিতে পারবেন। এছাড়াও জেলা লিগ্যাল-এইডের মাধ্যমেও সেবা নিতে পারবেন সবাই।

জেলা আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীন বলেন, তথ্যসেবা কেন্দ্রটি উদ্বোধন হওয়ায় আইনজীবী থেকে শুরু করে মামলার কাগজপত্র সংগ্রহের ক্ষেত্রে সবার উপকারে আসবে। তবে এই তথ্য কেন্দ্রটি নিয়মিত খোলা রাখতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ জামাল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহা. জালাল উদ্দীন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ সমরেশ শিল, উপস্থাপনয় ছিলেন যুগ্ম জেলা ও দায়রা জজ মো. শহীদুল ইসলাম, পিপি আব্দুল হালিম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. তৌহিদুজ্জামানসহ অনেকে।

টিএইচ