শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
ঢাকা শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২
The Daily Post

রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজির মতবিনিময় সভা

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজির মতবিনিময় সভা

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও বেগবান করতে স্থানীয় সব শ্রেণিপেশার মানুষের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডিশনাল ডেপুটি ইন্সপেক্টর জেনারেল) মোহাম্মদ শরিফ উদ্দিন।

শুক্রবার (১৮ জুলাই) তেঁতুলিয়া মডেল থানার উদ্যোগে থানা চত্বরে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে অংশ নেন জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, রাজনৈতিক নেতা, ইমাম, এনজিওকর্মী, সাংবাদিকসহ নানা শ্রেণিপেশার মানুষ।

মতবিনিময়কালে অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শরিফ উদ্দিন বলেন, সীমান্তবর্তী তেঁতুলিয়ায় বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, চোরাচালান রোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনে জনগণ ও পুলিশের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। সাধারণ মানুষের সহযোগিতা ছাড়া টেকসই শান্তি সম্ভব নয়।

তিনি আরও বলেন, আপনাদের সমস্যাগুলো শুনে আমরা সমাধানের চেষ্টা করছি। আপনাদের সক্রিয় অংশগ্রহণ থাকলে পুলিশি সেবা আরও কার্যকর হবে।

সভায় তেঁতুলিয়া মডেল থানার ওসি তদন্ত মো.নজির হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন পঞ্চগড় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি, পঞ্চগড় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো.শইমী ইমতিয়াজ, তেঁতুলিয়া থানার অফিসার ইনচার্জ মো. মুসা মিয়া ছাড়াও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকার সমস্যাগুলো তুলে ধরেন এবং সমস্যা সমাধানে পুলিশের সহযোগিতায় কামনা করেন।

টিএইচ