বুধবার, ০৬ আগস্ট, ২০২৫
ঢাকা বুধবার, ০৬ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২
The Daily Post

এক দফার প্রকৃত ঘোষক দেশের জনগণ : নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

এক দফার প্রকৃত ঘোষক দেশের জনগণ : নাহিদ ইসলাম

এক দফার আন্দোলনে স্বৈরাচার সরকারের পতনের পেছনে দেশের জনগণই মূল ভূমিকা রেখেছে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এক দফার প্রকৃত ঘোষক কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠী নয়—এ দেশের জনগণই এর একমাত্র ঘোষক।

রোববার ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এনসিপির সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, “আজ ঐতিহাসিক ৩ আগস্ট। ঠিক এক বছর আগে, এই শহীদ মিনারে নানা শ্রেণি-পেশার মানুষ সমবেত হয়ে যে দাবি তুলেছিল, সেটিই ছিল সেই ঐতিহাসিক এক দফা। এটা কোনো একক ব্যক্তি বা দলের ঘোষণা ছিল না। এ আন্দোলনের একমাত্র মালিক দেশের জনগণ।”

তিনি আরও বলেন, “গণমানুষের দাবি থেকেই যে আন্দোলনের সূত্রপাত, তা কোনো গোষ্ঠীগত স্বার্থ নয়, ছিল জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার লড়াই। সেই আন্দোলনই বদলে দিয়েছে রাজনৈতিক পরিস্থিতি।”

টিএইচ