মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২
The Daily Post

‘রাজনীতিতে ফ্যাসিস্টদের ফেরার পথ বন্ধে ঐক্যবদ্ধ হওয়ার শপথ নিতে হবে’

নিজস্ব প্রতিবেদক

‘রাজনীতিতে ফ্যাসিস্টদের ফেরার পথ বন্ধে ঐক্যবদ্ধ হওয়ার শপথ নিতে হবে’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনা পাশের দেশে বসে নানা হুমকি-ধামকি দিচ্ছেন। যাতে তিনি আর দেশে ফিরে রাজনীতি করার সুযোগ না পান, সে ব্যাপারে সবাইকে শপথ নিতে হবে।”

সোমবার বিকেলে রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি’ উপলক্ষে আয়োজিত ছাত্রসমাবেশে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, “আমাদের পাশের দেশে ফ্যাসিস্ট হাসিনা তাদের লোকজন নিয়ে আশ্রয় নিয়েছেন। সেখানে বসেই দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। এসব ষড়যন্ত্র মোকাবিলায় আমাদের প্রস্তুত থাকতে হবে।”

তিনি আরও বলেন, “শুধু ৩৬ দিন নয়, ছাত্র-জনতা গত ১৫ বছর ধরে প্রাণ দিচ্ছে। তাদের আত্মত্যাগের একমাত্র উদ্দেশ্য—একটি সুন্দর, শান্তিপূর্ণ, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা।”

সমাবেশে সূচনা বক্তব্যে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, “দেশকে যারা অস্থিতিশীল করতে চায়, ছাত্রদল চাইলে তাদের বিষদাঁত উপড়ে ফেলতে পারে। ছাত্রদল সবসময় শান্তি ও সম্প্রীতির বার্তা দেয়।”

তিনি আরও বলেন, “আমরা জীবন বাজি রেখে বিগত সময়গুলোতে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে লড়েছি। আমাদের নেতাকর্মীরা গুম-খুন, জেল-জুলুমসহ নানান নির্যাতনের শিকার হয়েছে। আজ আমরা এই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ঐক্যবদ্ধ হয়েছি।”

রাকিব আরও বলেন, “ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান যদি নির্দেশনা দেন, নেতাকর্মীরা দেশের প্রতিটি প্রান্ত অবরোধ করতে প্রস্তুত।”

সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতারা।

সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।

টিএইচ